MS Dhoni : নয়া ভূমিকায়, এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সঙ্গে নাম জড়াল ধোনির

<p><strong>রাঁচি :</strong> সামনেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। আসন্ন এই ভোটে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করা হল। নির্বাচন কমিশনকে এই মর্মে সম্মতিও জানিয়েছেন ধোনি। বিধানসভা ভোটে তাঁর ছবি ব্যবহারে দিয়েছেন গ্রিন সিগন্যাল। এমনই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার।</p> <p>শুক্রবার ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কে রবি কুমার বলেন, "নির্বাচন কমিশনকে তাঁর ছবি ব্যবহারে সম্মতি দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। অন্যান্য বিষয়ের জন্য আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছি। ভোটারদের সংহতির জন্য কাজ করবেন ধোনি।"</p> <p>Systematic Voters Education and Electoral Participation বা SWEEP-এর আওতায় ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তোলার কর্মসূচিতে কাজ করবেন ধোনি। বৃহৎ সংখ্যায় ভোটদানে ভোটারদের উৎসাহিত করতে মাহির ভাবমূর্তি যথাযথভাবে ব্যবহার করতে চাইছে কমিশন। তাঁর আবেদন ভোটারদের কাছে তুলে ধরা হবে।</p> <p>সম্প্রতি মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়। দুই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। এক দফায় ভোট হবে মহারাষ্ট্রে। অন্যদিকে, দুই দফায় ভোট হতে চলেছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে।</p> <p>ঝাড়খণ্ডে ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর দুই দফায় বিধানসভা ভোট রয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রে এক দফায় ভোট হবে ২০ নভেম্বর। উভয় রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।</p> <p>২০১৯ সালে ঝাড়খণ্ডে <a title="বিধানসভা নির্বাচন" href="https://ift.tt/bcpYNRH" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a>ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৮২টির মধ্যে ৪৭টি আসনে জয়লাভ করেছিল।&nbsp;</p> <p>শুক্রবার শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। যিনি বিজেপি প্রার্থী হিসাবে সরাইকেলা থেকে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি বলছেন, "কংগ্রেস এবং তার শরিক দলের কোনও অস্তিত্ব নেই ঝাড়খণ্ডে। ভোটের কোথাও তারা নেই।"</p> <p>২৩ অক্টোবর প্রথম প্রার্থীতালিকা ঘোষণা করেছিল JMM। প্রথম দফায় তারা ৩৫ জনের প্রার্থীতালিকা ঘোষণা করে। অন্যদিকে, বিজেপি প্রথম তালিকা ঘোষণা করেছিল ১৯ অক্টোবর। ৬৬ জনের নাম ঘোষণা করা হয়।</p> <p>ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি অল ঝাড়খণ্ড স্ট্ুডেন্টস ইউনিয়ন, জনতা দল (ইউনাইটেড) ও লোক জনশক্তি পার্টি (এলজেপি)-কে নিয়ে লড়বে। ৬৮টি আসনে লড়বে বিজেপি। অন্যদিকে, AJSU ১০টি আসনে, JD-U ২টি আসনে এবং LJP একটি আসনে লড়াই করবে।</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।</em></strong><strong><em>&nbsp;</em></strong><a href="https://ift.tt/Tn6lqfx" rel="nofollow"><strong><em>যুক্ত হোন&nbsp;</em></strong><strong><em>ABP Ananda&nbsp;</em></strong><strong><em>হোয়াটস অ্যাপ চ্যানেলে।</em></strong></a></p>

from india https://ift.tt/2PaNKwJ
via IFTTT

Post a Comment

0 Comments