Jharkhand Assembly Election Results 2024: ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরছেন হেমন্ত, ভাল ফল I.N.D.I.A জোটের, এবারও পারল না BJP

<p><strong>নয়াদিল্লি:</strong> বুথফেরত সমীক্ষা নস্যাৎ করে ঝাড়খণ্ডে জয়ের পথে I.N.D.I.A জোট। রাজ্যের মোট ৮১টি বিধানসভা আসনে নির্বাচন হয়েছিল। শনিবার সকালে গণনা শুরু হওয়ার পর সেখানে জয়ের দিকে এগোচ্ছে কংগ্রেস এবং হেমন্ত সরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-র জোট। সকাল ১০.৩০টা পর্যন্ত যে হিসেব সামনে এসেছে, তাতে ঝাড়খণ্ডে ম্যাজিক সংখ্যার চেয়েও এগিয়ে রয়েছে I.N.D.I.A শিবির। সেখানে ৫০টি আসনে এগিয়ে রয়েছে তারা। (Jharkhand Assembly Election Results 2024)</p> <p>ঝাড়খণ্ডে প্রথম দফায় ৪৩টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়। দ্বিতীয় দফায় নির্বাচন হয় ৩৮টি আসনে। এবার ঝাড়খণ্ডে হেমন্তের সঙ্গে মুখোমুখি লড়াই ছিল বিজেপি-র। বিধানসভার আগে হেমন্তর গ্রেফতারি, তার পর ক্ষমতায় পর প্রত্যাবর্তন এবং শেষ পর্যন্ত চম্পরাই সরেনের বিদ্রোহী হয়ে ওঠা, গোড়া থেকেই চাপে রেখেছিল JMM-কে। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে জোরকদমে প্রচারে নামে তারা। ভোটবাক্সে তারই প্রভাব পড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। (Jharkhand Elections 2024 Result)</p> <p>ঝাড়খণ্ডে এবার বিজেপি লড়াইয়ে নেমেছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (AJSU), সংযুক্ত জনতা দল (JDU)-কে সঙ্গে নিয়ে। বুথফেরতসমীক্ষায় রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট ৪২-৪৭টি আসন পেতে পারে বলে জানানো হলেও, এদিন বেলা যত গড়াতে থাকে, ততই জয়ের দিকে এগিয়ে যায় I.N.D.I.A শিবির। ঝাড়খণ্ডে এবারের নির্বাচনে I.N.D.I.A শিবিরের অংশ JMM, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল (RJD), CPI(M).&nbsp;<br />এখনও পর্যন্ত গণনা যেভাবে চলছে, তাতে ঝাড়খণ্ডে ফের হেমন্ত সরকারের প্রত্যাবর্তন ঘটতে চলেছে।&nbsp;</p> <p>সবিস্তার আসছে</p>

from india https://ift.tt/a4ebKfH
via IFTTT

Post a Comment

0 Comments