Rahul Gandhi: রাজনীতির ময়দানে কি এবার প্রিয়ঙ্কা-পুত্র ? রাহুলের শেয়ার করা ভিডিও ঘিরে জল্পনা

<p><strong>নয়াদিল্লি :</strong> নেহরু-গান্ধী পরিবার থেকে নির্বাচনী ময়দানে সম্প্রতি নেমে পড়েছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। কিন্তু, এই মুহূর্তে যে প্রশ্নটি দানা বাঁধছে তা হল, পরবর্তী প্রজন্মও কি এবার রাজনীতিতে পা রাখতে চলেছে ?</p> <p>আগামী ১৩ নভেম্বর রয়েছে কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। যেখানে নির্বাচনী ময়দানে অভিষেক হতে চলেছে প্রিয়ঙ্কার। উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। তার আগেই প্রিয়ঙ্কা-পুত্র রাহান বঢ়রার একটি ভিডিও প্রকাশ করেছেন মামা রাহুল গান্ধী। অথচ জনসমক্ষে সেঅর্থে দেখা যায় না রাহানকে।</p> <p>এক্স হ্যান্ডেলে ৯ মিনিটের ওই ভিডিওটি শেয়ার করেছেন রাহুল। সেখানে দেখা যাচ্ছে, সনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে কাজ করছেন কর্মীরা। দীপাবলি উপলক্ষে বাড়ি পরিষ্কার, রঙের কাজ করছেন তাঁরা। সেই কর্মীদের সঙ্গে কথা বলছেন রাহুল। এর পাশাপাশি পুরনো প্লাস্টার সরিয়ে তাঁদের সঙ্গে কাজে হাতও লাগান বিরোধী দলনেতা। মইয়ে চড়ে কাজ করতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন ভাগ্না রাহানও। বছর ২৪-এর রাহানও মামার সঙ্গে কর্মীদের কাজে হাত লাগান।</p> <p>এর পাশাপাশি ভিডিওটিতে রাহুলকে পশ্চিম দিল্লির উত্তমনগরে এক মৃৎশিল্পীর বাড়িতে দেখা যায়। সেই প্রতিষ্ঠানটি চালান মহিলারা। সেখানকার প্রধান মহিলা, তাঁর মেয়েরা এবং অন্যান্য হেল্পারদের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা। এর পাশাপাশি তাঁদের কাছে মাটির প্রদীপ তৈরির কৌশল শিখে নিয়ে সেই কাজে হাতও লাগান।&nbsp;</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="hi">एक दिवाली उनके साथ, जिनकी मेहनत से रौशन है भारत! <a href="https://t.co/bfmmrjZD2S">pic.twitter.com/bfmmrjZD2S</a></p> &mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1852234636421636163?ref_src=twsrc%5Etfw">November 1, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>এরপর গোধূলিতে মামা-ভাগ্নেকে নিজেদের বাসভবনে সাদা কুর্তা পরে হাঁটতে দেখা যায়। সেখানে রাহুল তাঁর ভাগ্নার কাছে সেইসব মানুষের কথা তুলে ধরেন যাঁরা আড়ালে থাকেন। অথচ তাঁদের তৈরি শিল্পকলায় সেজে ওঠে বাড়িঘর। তাঁদের তৈরি জিনিস দিয়ে দীপাবলিতে আলোয় আলোকিত হয়ে ওঠে বাড়িঘর। ভিডিওতে অবশ্য রাহানকে বেশি কথা বলতে শোনা যায়নি। তিনি মামার কথা শুনে তাতে সম্মতি জানাতে থাকেন।&nbsp;এই পরিস্থিতিতে হঠাৎ রাহানের উপস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, তবে কি পরবর্তী প্রজন্মও এবার রাজনীতির ময়দানে নামতে চলেছে ?</p> <p>তবে, এক্স হ্যান্ডেলে সক্রিয় রাহান। যেখানে তিনি নিজেকে শিল্পী বলে পরিচয় দেন। মূলত ক্রিকেট নিয়ে মন্তব্য করেন। এর পাশাপাশি মা ও মামার পোস্ট রিপোস্ট করেন। খেলার অন্য খবরও রিপোস্ট করেন।</p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/FAYjCKe" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em>&nbsp; &nbsp;&nbsp;</u></strong></p>

from india https://ift.tt/bCpuzlW
via IFTTT

Post a Comment

0 Comments