RBI Governor Shaktikanta Das: হঠাৎ অসুস্থ RBI গভর্নর, ভর্তি করতে হল হাসপাতালে, ঠিক কী হয়েছে?

<p><strong>নয়াদিল্লি:</strong> হাসপাতালি ভর্তি হতে হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসকে। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। RBI-এর তরফে জানানো হয়েছে, অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন তিনি। সেইমতো তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তবে চিন্তার কিছু নেই বলে জানিয়েছে RBI. কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন শক্তিকান্ত। হাসপাতালের তরফে কোনও বিবৃতি আসেনি এখনও পর্যন্ত। (RBI Governor Shaktikanta Das)</p> <p>মঙ্গলবার সকালেই আচমকা অসুস্থ হয়ে পড়েন শক্তিকান্ত। RBI-এর মুখপাত্র এ নিয়ে বিবৃতি জারি করেন। তিনি বলেন, "রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের অ্যাসিডিটির সমস্যা হয়। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁতে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এখন ঠিক আছেন উনি। আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে। চিন্তার কোনও কারণ নেই।" (RBI Governor Hospitalised)</p> <p>২০১৮ সালের ১২ ডিসেম্বর RBI-এর দায়িত্ব গ্রহণ করেন শক্তিকান্ত। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হয় তাঁকে। ২০২১ সালের ডিসেম্বরে আরও তিন বছর বৃদ্ধি করা হয় তাঁর কার্যকালের মেয়াদ। সূত্রের খবর,&nbsp;তাঁর কার্যকালের মেয়াদ দ্বিতীয় বারের জন্য আবারও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে দিল্লির। ছয়ের দশকের পর থেকে এখনও পর্যন্ত শক্তিকান্তই RBI-র সবচেয়ে দীর্ঘমেয়াদি গভর্নর। শক্তিকান্তের আগে পর্যন্ত সাধারণত পাঁচ বছর কার্যকালের মেয়াদ হতো RBI গভর্নরের।&nbsp;</p> <p>উরজিত পটেল ইস্তফা দেওয়ার পর শক্তিকান্তকে RBI গভর্নর নিয়োগ করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল সেই সময়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও শক্তিকান্তের নিযুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। শক্তিকান্তের নিযুক্তিতে RBI-এর মতো স্বতন্ত্র প্রতিষ্ঠান আদৌ স্বাধীন থাকবে কি না সন্দেহ প্রকাশ করেন তিনি। বিজেপি-র প্রবীণ নেতা সুব্রহ্ম্যণ্যম স্বামী আবার শক্তিকান্তকে 'দুর্নীতিগ্রস্ত' বলে উল্লেেখ করেন।&nbsp;</p> <div class="dottedimg">RBI-এর দায়িত্ব হাতে পাওয়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব ছিলেন শক্তিকান্ত। সেখানেও তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়। সেই সময় দেশের অন্যতম ক্ষমতাশালী আমলা হিসেবে গন্য হতেন তিনি। IAS হিসেবে অবসর গ্রহণের পর পঞ্চম অর্থ কমিশনের সদস্যতা পান। RBI-এর গভর্নর হিসেবে নাম উঠে আসার পর সেই পদ থেকে ইস্তফা দেন শক্তিকান্ত। সেই থেকে একটানা পদে রয়েছেন তিনি।&nbsp;</div>

from india https://ift.tt/5rRbpeq
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র