Viral Video: হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা ! মৃত্যু CBI- এর তরুণ আইনজীবীর

<p>Viral Video: ভয়াবহ দুর্ঘটনা ! প্রাণ হারালেন সিবিআই- এর আইনজীবী। বয়স মাত্র ৩৫ বছর। জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। জম্মু ও কাশ্মীরের রমবান জেলায় রয়েছে এই হাইওয়ে। শুক্রবার ঘটেছে এই ভয়ানক দুর্ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনার মুহূর্ত, যা দেখে শিউরে উঠছেন সকলেই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আইনজীবীর গাড়িতে পিছন থেকে এসে সাংঘাতিক জোড়ে ধাক্কা মারল একটি গাড়ি। বানিহালের কাছে সিবিআই- এর আইনজীবীর গাড়িতে ধাক্কা মারে ওই গাড়িটি। জানা গিয়েছে, নিহতের নাম শেখ আদিল নবি। সম্প্রতি সিবিআই- তে আইনজীবী হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p> <p>মারাত্মক এই দুর্ঘটনায় সাংঘাতিক চোট পেয়েছিলেন আদিল। তাঁকে উদ্ধার করে বানিহালের উপ-জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসাও শুরু হয় তাঁর। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই তরুণ আইনজীবীর। রমবানের এসপি অরুণ গুপ্ত জানিয়েছেন, মাত্র ২ মাস আগে সিবিআই- এর চণ্ডীগড় অফিসে যোগ দিয়েছিলেন আদিল। আগে সাধারণ পাবলিক প্রসিকিউটর হিসেবে কাজ করতেন তিনি। পথ দুর্ঘটনায় আহত হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে এই তরুণ আইনজীবীর। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। পুলিশ জানিয়েছে, তাঁর নাম মহম্মদ শফি। একটি মহিন্দ্রা স্করপিও গাড়ি চালাচ্ছিলেন তিনি। কেন তিনি আদিলের গাড়িকে ধাক্কা মেরেছিলেন, গাড়ির গতি কেন বেশি ছিল, কী কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, কীভাবে এই সাংঘাতিক দুর্ঘটনা ঘটল, তার সবটাই তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে পুলিশ।&nbsp;</p> <p>সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুর্ঘটনার ভিডিও&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/DuaEMaghfirat?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DuaEMaghfirat</a> : Advocate Sheikh Adil Nabi from Bijbehara, Anantnag, who had cleared the UPSC examination and recently joined as a Prosecuting Officer with the CBI, passed away following a tragic accident.<br />His untimely demise has left the legal fraternity in shock, with many&hellip; <a href="https://t.co/15nrJ6eUi6">pic.twitter.com/15nrJ6eUi6</a></p> &mdash; Nadeem Nadu (ندیم مختار) (@NadeemNadu3) <a href="https://twitter.com/NadeemNadu3/status/2004385345295769798?ref_src=twsrc%5Etfw">December 26, 2025</a></blockquote> <p>জানা গিয়েছে, সম্প্রতি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আদিল। তারপরেই একজন পাবলিক প্রসিকিউটর হিসেবে সিবিআই- এর চণ্ডীগড়ের দফতরে যোগ দিয়েছিলেন আদিল। সামনে পড়ে ছিল সোনালি ভবিষ্যৎ। সবেমাত্র দেশের অন্যতম সেরা তদন্তকারী সংস্থায় যোগ দিয়েছিলেন তিনি। তবে সেখানে ভালভাবে কাজ শুরু করার আগেই সব শেষ হয়ে গিয়েছে।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>

from india https://ift.tt/z9cJ5RS
via IFTTT

Post a Comment

0 Comments

Viral Video: হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা ! মৃত্যু CBI- এর তরুণ আইনজীবীর