<p><strong>কলকাতা:</strong> বাংলাদেশে টার্গেট হিন্দুরা, ইউনূস সরকারকে কড়া বার্তা দিল্লির জামা মসজিদের শাহি ইমামের। 'বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিন্দনীয়। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ করুক ইউনূস সরকার। হিন্দুদের ওপর অবিচার রুখতে ব্যবস্থা নিন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস। ইসলাম কখনই অন্য কোনও ধর্মের প্রতি অবিচারের কথা বলে না। অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বন্ধ হওয়া উচিত', কড়া বার্তা দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারির।</p> <p>আরও পড়ুন, <a title="বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! দর্শকের ভূমিকায় সেনা-পুলিশ" href="https://ift.tt/6L5GHpT" target="_self">বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! দর্শকের ভূমিকায় সেনা-পুলিশ</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/IFdjEHK" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1733398371598000&usg=AOvVaw2zdEb-wEB00V1cpeWQU6fe">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p> <div class="yj6qo"> </div> <div class="adL"> </div>
from india https://ift.tt/Jg9miZa
via IFTTT
0 Comments