Pakistan News: ধরা পড়বে না রেডারে, সহজে মিলবে না নাগাল! নতুন করে জঙ্গিঘাঁটি সাজাচ্ছে পাকিস্তান, Operation Sindoor-এর পর জোর প্রযুক্তিতে

<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> পহেলগাঁও হামলার পর সম্মুখ সমরে নামে দুই দেশ। কিন্তু তার পরও শোধরানোর কোনও লক্ষণ নেই। বরং Operation Sindoor অভিযানে ভারত যে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করেছিল, পাকিস্তান সেগুলির পুনর্নির্মাণ করছে বলে এবার সামনে এল। নতুন করে জঙ্গি প্রশিক্ষণ শিবির এবং লঞ্চপ্যাডের নির্মাণ চলছে সেখানে। (Pakistan News)</span></p> <p><span style="font-weight: 400;">সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর সামনে এসেছ। জানা গিয়েছে, পাকিস্তানি সেনা, গুপ্তচর সংস্থা ISI এবং দেশের সরকার জঙ্গিঘাঁটি নির্মাণে সহযোগিতা করছে, আর্থিক সাহায্য় জোগাচ্ছে। বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় নতুন করে জঙ্গি কাঠামো গড়ে তোলার কাজ চলছে এই মুহূর্তে। (Operation Sindoor)</span></p> <p><span style="font-weight: 400;">জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা নিরীহ পর্যটকদের নৃশংস ভাবে খুন করার পর, গত ৭ মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে Operation Sindoor অভিযান চালায় ভারত। সেখানে ঢুকে পর পর জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলি।&nbsp; বাহওয়ালপুরে জইশের সদর দফতরও ভেঙে দেয় ভারত।</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">𝐏𝐀𝐊 𝐀𝐑𝐌𝐘 𝐒𝐔𝐏𝐏𝐋𝐘𝐈𝐍𝐆 𝐋𝐎𝐆𝐈𝐒𝐓𝐈𝐂𝐒 𝐓𝐎 𝐑𝐄-𝐀𝐂𝐓𝐈𝐕𝐀𝐓𝐄 𝐎𝐋𝐃 𝐓𝐄𝐑𝐑𝐎𝐑 𝐂𝐀𝐌𝐏𝐒 𝐀𝐂𝐑𝐎𝐒𝐒 𝐅𝐎𝐑𝐌𝐄𝐑 𝐋𝐨𝐂<br />Old terror camps of <a href="https://twitter.com/hashtag/LeT?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#LeT</a> &amp; <a href="https://twitter.com/hashtag/JeM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JeM</a> which were defunct due to fund scarcity are now being reactivated. <a href="https://twitter.com/hashtag/PakArmy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PakArmy</a> is receiving funds from US. <a href="https://ift.tt/U7Ghlkr> <a href="https://t.co/BVoUwfT3FL">pic.twitter.com/BVoUwfT3FL</a></p> &mdash; Nepal Correspondence (@NepCorres) <a href="https://twitter.com/NepCorres/status/1916131952295657637?ref_src=twsrc%5Etfw">April 26, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">কিন্তু ভারতের গোয়েন্দা সূত্রে খবর, পাক সেনা, ISI এবং দেশের সরকারের সহযোগিতায় জঙ্গিঘাঁটিগুলির পুনর্নির্মাণ চলছে। উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ঘন জঙ্গলে ছোট ছোট শিবির গড়ে তোলা হচ্ছে, যাতে সহজে চোখে না পড়ে, সহজে হামলাও চালানো যায় না।</span></p> <p><span style="font-weight: 400;">এই মুহূর্তে লুনি, পুটওয়াল, তাইপু পোস্ট, জামিলা পোস্ট, উমরানওয়ালি, ছাপরার, ফরোয়ার্ড কাহুটা, ছোটা চক, জঙ্গলোরায় জঙ্গিঘাঁটি নির্মাণের কাজ চলছে। অত্যাধুনিক প্রযুক্তি বসানো হচ্ছে সেখানে, থার্মাল ইমেজার প্রতিহত করার ব্যবস্থা থাকছে। রেডার, স্যাটেলাইট নজরদারি এড়ানোর প্রযুক্তিও থাকছে জঙ্গিঘাঁটিগুলিতে। পাশাপাশি, আন্তর্জাতিক সীমান্তে চারটি লঞ্চপ্য়াডের পুনর্নির্মাণ হচ্ছে, Operation Sindoor অভিযানের আওতায় যেগুলিকে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।</span></p> <p><span style="font-weight: 400;">গোয়েন্দারা জানিয়েছেন, জম্মু সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর চারটি লঞ্চপ্যাডকে নতুন করে সাজানো হচ্ছে। মসরুর বড়া ভাই, ছাপরার, লুনি রয়েছে তালিকায়, শকরগড়ে গড়ে তোলা হচ্ছে ড্রোন কেন্দ্র। ভারতের বিরুদ্ধে নতুন কৌশল নিচ্ছে পাকিস্তান। বড় বড় শিবিরগুলিকে ভেঙে ছোট করা হচ্ছে, যাতে এক জায়গায় সমস্ত রসদ, সব জঙ্গি না থাকে। এতে হামলা হলেও বড় ধরনের ক্ষতি হবে না।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর রয়েছে যে, সম্প্রতি বাহওয়ালপুরে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। জইশ, লস্কর, হিজবুল, পহেলগাঁও হামলার দায় স্বীকার করা দ্য রেজিসস্ট্যান্স ফ্রন্ট, ISI আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে মোটা টাকা অর্থসাহায্য় দিতে সম্মত হয় ISI. </span></p>

from india https://ift.tt/EqvkUDi
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র