<p><strong>আমদাবাদ :</strong> আমদাবাদ বিমান দুর্ঘটনার পর দুই সপ্তাহ কেটে গিয়েছে। ডিএনএ পরীক্ষায় এবার শেষ নিহতের পরিচয় নিশ্চিত করা হল। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৬০-এ। রবিবার এমনই জানিয়েছেন আধিকারিকরা। শেষ নিহতের দেহাবশেষ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। মেডিক্যাল কর্তৃপক্ষ আগে মৃতের সংখ্যা ২৭০ বলে অনুমান করেছিল।</p> <p>আমদাবাদ সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট রাকেশ জোশি বলেছেন, "এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতের শেষ দেহের ডিএনএ ম্যাচিং সম্পন্ন হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৬০। জখম তিন জনের সিভিল হাসপাতালেই চিকিৎসা চলছে।"</p> <p>অর্থাৎ, ২৬০ জন নিহতের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ২৪১ জন যাত্রী এবং ক্রু সদস্যের মধ্যে ২৪০ জনের মৃতদেহ আগেই শনাক্ত করা হয়েছিল এবং একজনের মৃতদেহ মেলানোর জন্য অপেক্ষা করা হচ্ছিল। আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার ডিএনএ নমুনার মিলের ফলে শেষ জনের পরিচয় নিশ্চিত হয়েছে।</p> <p>বিমান দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী এবং ক্রু সদস্য ছাড়াও, নীচে থাকা ১৯ জন মারা গেছেন। একমাত্র প্রাণ রক্ষা পেয়েছে বছর ৪০-এর ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশের। গত ২৩ জুন পর্যন্ত ২৫৯ জনের পরিচয় নিশ্চিত করা গিয়েছিল। অনেক মৃতদেহ পুড়ে গেছিল অথবা চেনার মতো অবস্থায় ছিল না, তাই নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য তাঁদের ডিএনএ পরীক্ষা করতে হয়েছে। </p> <p>সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৬০ জন নিহতের মধ্যে ২০০ জন ভারতীয়, যার মধ্যে ১৮১ জন যাত্রী এবং ১৯ জন নীচে ছিলেন, সাতজন পর্তুগিজ নাগরিক, ৫২ জন ব্রিটিশ নাগরিক এবং একজন কানাডিয়ান ছিলেন। একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ডিএনএ ম্যাচিং প্রক্রিয়াটি খুবই জটিল ছিল কারণ বিপুল সংখ্যক মৃতদেহ শনাক্ত করতে হয়েছে। সেগুলি চেনার বাইরে ছিল। এই ধরনের ক্ষেত্রে, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ মেলাতে কয়েক মাস সময় লাগে। কিন্তু এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ক্ষেত্রে, নমুনা শনাক্তকরণ প্রায় দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হয়েছে বলে এতে বলা হয়েছে।</p> <p>গত ১২ জুন সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। পাইলট, বিমানকর্মী মিলিয়ে মোট ২৪২ জন সওয়ার ছিলেন। মাত্র একজন বেঁচে ফিরেছেন। পাশাপাশি, সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।</p>
from india https://ift.tt/2Oa1Mbe
via IFTTT
0 Comments