<p><strong>নয়াদিল্লি:</strong> অশান্ত বাংলাদেশে এবার ছাত্র সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আরও ৭টি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষ। গতকাল সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত চলে সংঘর্ষ। ঢাকার নীলক্ষেত এলাকায় বিভিন্ন ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গোলমাল থামাতে স্টান গ্রেনেড ব্যবহার করতে হয় পুলিশকে। সংঘর্ষে বহু ছাত্র জখম। ছাত্র ভর্তিতে অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি তুলে দেওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। খবর চাইতে হবে প্রো ভাইস চ্যান্সেলরকে, দাবি ছাত্রদের, বাংলাদেশের সংবাদপত্র ডেলি স্টার সূত্রে।</p> <p>আরও পড়ুন, <a title="আজ SSC চাকরি বাতিল মামলার শুনানি, আদালতে কী তথ্য দেবে এসএসসি ? 'যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব না হয়..'" href="https://ift.tt/GqKDSow" target="_self">আজ SSC চাকরি বাতিল মামলার শুনানি, আদালতে কী তথ্য দেবে এসএসসি ? 'যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব না হয়..'</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/0aCFGR5
via IFTTT
0 Comments