<p><strong>বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি :</strong> অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সাহায্যকারী আরেকটি চক্রের পর্দাফাঁস। এই চক্রের কিংপিন অনীশ অনেকদিন ধরেই ছিল পুলিশের নজরে। অবশেষে তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বিলাল নামের আর এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গত ১৫ বছর ধরে অনীশ দিল্লিতে বসবাস করছে। প্রায়ই বাংলাদেশে যাতায়াত করত সে। তার বিরুদ্ধে জাল নথি দিয়ে প্যান কার্ড, আধার কার্ড এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে সাহায্যের অভিযোগও রয়েছে। কেউ একবারে টাকা দিতে না পারলে কিস্তিতেও অনুপ্রবেশকারীদের কাছ থেকে টাকা নেওয়া হত বলে খবর। এর আগে ৭ অবৈধ অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছিল দিল্লি পুলিশ। এরপর ২ বাংলাদেশি-সমেত ৪ জনকে গ্রেফতার করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য দিয়ে এরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল বলে জানা গিয়েছে। </p> <p>বাংলাদেশ থেকে যারা অবৈধ ভাবে ভারতে আসছিল তাদের জন্য ভুয়ো নথি তৈরি করে এমন একটি চক্রের সম্প্রতি পর্দাফাঁস করেছে দিল্লি পুলিশ। এই চক্রের কিংপিন অনীশ এখন দিল্লি পুলিশের জালে। গ্রেফতার হয়েছে বিলাল নামের আরও এক ব্যক্তি। এই দুই মাস্টারমাইন্ডই সমস্ত পরিকল্পনা করত। কীভাবে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা হবে, তাদের ভুয়ো ডকুমেন্ট তৈরি করা হবে, সবটাই থাকত অনীশ এবং বিলালের নখদর্পণে। দিল্লি পুলিশ জানিয়েছে, বাংলাদেশ থেকে উত্তর-পূর্বের মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে আনা হত। ভারতে আসার পর কিছু লোককে রাখা হতো কলকাতায়। তারপর তাদের নিয়ে আসা হতো দিল্লিতে। ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড ছাড়াও ব্যাঙ্কের চেকবুক পাওয়া গিয়েছে গ্রেফতার হওয়া দুই ব্যক্তির থেকে। দিল্লি পুলিশ আবেদন জানিয়েছে, যাঁরা বাড়ি ভাড়া দিচ্ছেন, তাঁরা যেন ভালভাবে নথিপত্র খতিয়ে দেখেন। কারণ তদন্তের পর বেশিরভাগের কাছেই পাওয়া গিয়েছে ভুয়ো নথি। জাল আধার কার্ড, প্যান কার্ড। </p> <p>২০২৪ সালে ১২ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বাকি সন্দেহভাজন বাংলাদেশিদের নথি খতিয়ে দেখা হচ্ছে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দু'দশক আগে বাংলাদেশ সেল তৈরি করেছিল দিল্লি পুলিশ। এবার সেই বিভাগই সক্রিয় করল রাজধানীর পুলিশ। বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলা জানা ৫ থেকে ১০ জন পুলিশ থাকবেন। </p> <p><a title="আরও পড়ুন- দিল্লি পুলিশের 'বাংলাদেশ সেল', বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে তৎপর রাজধানীর প্রশাসন " href="https://ift.tt/jR9C1Au" target="_blank" rel="noopener">আরও পড়ুন- দিল্লি পুলিশের 'বাংলাদেশ সেল', বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে তৎপর রাজধানীর প্রশাসন </a></p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/I6lbiGD" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1718933085382000&usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
from india https://ift.tt/d1mSLgu
via IFTTT
0 Comments