Shah Rukh Khan: শাহরুখের ‘মন্নত’-পূরণ, বাংলোর জন্য ৯ কোটি Refund দিচ্ছে সরকার, কিন্তু কেন?

<p><span style="font-weight: 400;"><strong>মুম্বই:</strong> টাকা দিয়ে বাড়ি কিনতে হয়। তার পর দিতে হয় সম্পত্তি করও। কিন্তু বলিউডের &lsquo;বাদশা&rsquo; শাহরুখ খানের জীবনে উল্টো ঘটনা। আরব সাগরের তীরে প্রাসাদোপম বাংলা &lsquo;মন্নতে&lsquo;র জন্য তাঁকেই টাকা দিচ্ছে সরকার। কয়েক হাজার বা কয়েক লক্ষ নয়, &lsquo;মন্নতে&rsquo;র জন্য শাহরুখকে ৯ কোটি টাকা দিচ্ছে মহারাষ্ট্র সরকার। (Shah Rukh Khan)</span></p> <p><span style="font-weight: 400;">মায়ানগরীতে &lsquo;মন্নতে&rsquo;র নিজস্ব পরিচিতি রয়েছে। তবে তার জন্য শাহরুখকে পুরস্কৃত করছে না সরকার। বরং সরকারকে দেওয়া টাকার কিছু অংশই ফেরত পাচ্ছেন শাহরুখ। শাহরুখের &lsquo;মন্নত&rsquo; ইজারার জমিতে তৈরি হলেও, বর্তমানে সেটি মুম্বইয়ের &lsquo;হেরিটেজ&rsquo; সম্পত্তিতে পরিণত হয়েছে। &lsquo;মন্নতে&rsquo;র বাজারদর প্রায় ৩০০ কোটি টাকা। (Mannat in Mumbai</span></p> <p><span style="font-weight: 400;">বছর পাঁচেক আগে &lsquo;মন্নত&rsquo;কে পুরোপুরি নিজের করে নিতে উদ্যোগী হন শাহরুখ। ইজারার জমিকে ব্যক্তিগত মালিকানাধীন করতে সরকারকে মোটা টাকা দিতে হয়। সেই মতো শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী খান সরকারি নিয়ম মেনে টাকা জমা করেন। &lsquo;মন্নতে&rsquo;র &lsquo;Class 1 Complete Ownership&rsquo;-এর জন্য আবেদন জানান তাঁরা। সেই আবেদন গৃহীতও হয়।&nbsp;</span><span style="font-weight: 400;">কিন্তু &lsquo;মন্নতে&rsquo;র মালিকানা পেতে প্রয়োজনের তুলনায় শাহরুখ বেশি টাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাই অতিরিক্ত ৯ কোটি টাকা তাঁকে &lsquo;Refund&rsquo; করছে মহারাষ্ট্র সরকার।</span></p> <p><span style="font-weight: 400;">এ নিয়ে মুম্বইয়ের মহকুমা শাসক সতীশ বাগাল মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০১৯ সালে শাহরুখ এবং গৌরী ইজারার সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করতে টাকা দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি হিসেব করতে গিয়ে দেখা গিয়েছে, প্রয়োজনের তুলনায় বেসি টাকা দিয়েছিলেন তাঁরা। সেই মতো রাজস্ব দফতরের কাছে অতিরিক্ত টাকা ফিরে পেতে আবেদন জানিয়েছিলেন শাহরুখ এবং গৌরী। চলতি সপ্তাহে তাঁদের সেই আবেদনে অনুমোদন মিলেছে।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">জানা গিয়েছে, ইজারার সম্পত্তির মালিকানা পেতে শাহরুখ এবং গৌরী ২৫ কোটি টাকা দিয়েছিলেন। অতিরিক্ত ৯ কোটি টাকা ফেরত দেওয়া হচ্ছে তাঁকে। তবে &lsquo;মন্নতে&rsquo;র মালিকানা নিয়ে সেই সময় বিতর্কও দেখা দেয়। বলা হয়, মোট ২৬,৩২৯ স্কোয়্যার ফুটের মালিকানা পেতে শাহরুখ যে টাকা দিয়েছিলেন, তার তুলনায় &lsquo;মন্নতে&rsquo;র বাজারমূল্য অনেক বেশি। তবে সরাকরি নীতি মেনেই বাংলোর মালিকানা পান শাহরুখ। সেই সময় মহারাষ্ট্র সরকারের তরফেই ইজারার সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠার নীতি আনা হয়, যার আওতায় ইজারার সম্পত্তি নিজের নামে কিনে নেওয়ার সুযোগ দেওয়া হয় সকলকে। তার আগে পর্যন্ত &lsquo;মন্নতে&rsquo;র জমির জন্য বছরে সরকারকে ২,৩২৫ টাকা ভাড়া দিচ্ছিলেন শাহরুখ।</span></p> <p><span style="font-weight: 400;">আরব সাগরের তীরে শাহরুখের দুধসাদা বাংলো &lsquo;মন্নত&rsquo;। নিজের সাধ্যের বাইরে গিয়ে ওই বাংলো কিনেছিলেন শাহরুখ। পরবর্তীতে ওই বাংলোই শাহরুখের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, পাশাপাশি, নকশাও বদলে দেয় মুম্বইয়ের। এই মুহূর্তে মুম্বইয়ের অন্যতম আকর্ষণ শাহরুখের &lsquo;মন্নত&rsquo;। শাহরুখ-অনুরাগীদের কাছে &lsquo;মন্নত&rsquo; রীতিমতো তীর্থস্থান।</span></p>

from india https://ift.tt/voPAWlz
via IFTTT

Post a Comment

0 Comments