<p><strong>নয়াদিল্লি :</strong> দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে তিনি মিনি ট্রাক ভর্তি আর্বজনা ফেলার অভিযোগ। আম আদমি পার্টিরই রাজ্যসভার সদস্য স্বাতী মালিওয়ালকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাঁকে আটক করা হয়। এদিনই এর আগে দিল্লির বিকাশপুরী এলাকায় যান সাংসদ। সেখানে গিয়ে তিনি দাবি করেন, আর্বজনায় দমবন্ধকর পরিস্থিতি এলাকার রাস্তার। যার জেরে স্থানীয় বাসিন্দারা গুরুতর স্বাস্থ্য সঙ্কট হতে পারে। </p> <p>এরপরই বেশ কয়েকজন সমর্থককে নিয়ে সেই আবর্জনা তিনটি মিনি ট্রাকে তুলে সোজা পৌঁছে যান কেজরিওয়ালের বাড়ির সামনে। ৫, ফিরোজশাহ রোডে দলীয় প্রধানের বাড়ির সামনে গিয়ে সেই আবর্জনা জমা করে দেন। মাটিতে বর্জ্য ফেলার জন্য একটি বেলচার ব্যবহার করেন তিনি। শীঘ্রই তাঁকে সেখান থেকে সরিয়ে দেন মহিলা পুলিশকর্মীরা। পরে তাঁকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। স্বাতী মালিওয়ালের সঙ্গে ছিলেন শতাধিক মহিলা সমর্থক। যাঁদের হাতের প্ল্যাকার্ড লেখা ছিল, "Muskuraiye, AAP Delhi Mein Hain।"</p> <p>মালিওয়াল জানিয়েছেন, কয়েক ঘণ্টা পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। নিষিদ্ধি নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে ১৮৮ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। তাঁর মুক্তির পর, স্বাতী বলেন, গত ১০ বছর ধরে, অরবিন্দ কেজরিওয়াল এই বিষয়টা নিশ্চিত করেছেন যে, দিল্লি বিশাল আবর্জনা ক্ষেত্রে পরিণত হবে। রাস্তা ভেঙেচুরে গেছে। উপচে পড়ছে নর্দমা। সর্বত্র জমা হয়ে রয়েছে নোংরা। মহিলা ও শিশুদের অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে কার্যত বাধ্য করা হচ্ছে। তবুও সরকার কিছু করছে না। </p>
from india https://ift.tt/ihw2Xzf
via IFTTT
0 Comments