<p><strong>কলকাতা:</strong> একই EPIC নম্বরের অধিকারী হতে পারেন একাধিক মানুষ। একই EPIC নম্বরে একাধিক নাম থাকার অর্থ ভুয়ো ভোটার নয়। 'ভূতুড়ে ভোটার' নিয়ে বিতর্কের মধ্যেই এই মর্মে বিবৃতি দিল জাতীয় নির্বাচন কমিশন। তাদের দাবি, EPIC নম্বর এক হলেও বিধানসভা কেন্দ্র এবং ভোটকেন্দ্র আলাদা হতে পারে। EPIC নম্বর এক হলেও, একজন ভোটার দুই জায়গায় ভোট দিতে পারেন না। বিভ্রান্তি এড়াতে অভিন্ন EPIC নম্বর চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (Fake Voter Row)</p> <p>কমিশন জানিয়েছে, দুই পৃথক রাজ্যে একই EPIC নম্বর থাকতে পারে। সেক্ষেত্রে ভিন্ রাজ্যের দুই বাসিন্দার EPIC নম্বর মিলে যায়। তাই EPIC নম্বর এক বলেই ভুয়ো ভোটার বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। EPIC নম্বর ছাড়াও ভোটার কার্ডে ছবি, নাম, বয়স, কেন্দ্র, বুথের নম্বর সংক্রান্ত নির্দিষ্ট থাকে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং গুজরাতের বাসিন্দাদের এক EPIC নম্বর হবে কেন? এই প্রশ্ন তুলছেন অনেকেই। সেই প্রসঙ্গে কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার পুরনো যে ব্যবস্থা ছিল, তাতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একটি আলফা নিউমেরিক সিরিজ ব্যবহার করা হতো। ফলে কিছু ক্ষেত্রে EPIC নম্বর মিলে যেতে পারে। তবে এই বিভ্রান্তিও দূর করতে তৎপর নির্বাচন কমিশন। প্রত্যেক ভোটারের EPIC নম্বর যাতে পৃথক হয়, সেই প্রক্রিয়া শুরু করা হবে। (Voter List Row)</p> <p>মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির পর পশ্চিমবঙ্গেও 'ভূতুড়ে ভোটার' বিতর্ক ঢুকে পড়েছে। অন্য রাজ্যে বহিরাগতদের ভোটার তালিকায় যুক্ত করে নির্বাচনী জয়ী হওয়ার অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে। মোট ভোটার সংখ্যা এবং প্রাপ্ত ভোটের মধ্যে গরমিলের কথাও উঠে এসেছে। ২০২৬ সালের <a title="বিধানসভা নির্বাচন" href="https://ift.tt/MQvGsV1" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a>ের আগে পশ্চিমবঙ্গেও ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র দিক সরাসরি আঙুল তুলেছেন তিনি। প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। (Election Commission)</p> <p><iframe style="border: none; overflow: hidden;" src="https://ift.tt/Ni4AEg7" width="500" height="250" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p>পশ্চিমবঙ্গের সব জেলায়, বাড়ি বাড়ি গিয়ে 'ভূতুড়ে ভোটার' চিহ্নিত করার নির্দেশও দেন মমতা। সেই নিয়ে কার্যত কোমর বেঁধে নেমে পড়েছেন সকলে। ভূরি ভূরি অভিযোগ জমা পড়তে শুরু করেছে। আর সেই আবহেই 'ভূতুড়ে ভোটার' ইস্যুতে মুখ খুলল নির্বাচন কমিশন। বলা হয়েছে, একই EPIC নম্বরে একাধিক ভোটার থাকতে পারে। কিন্তু তার মানেই নকল বা ভুয়ো ভোটার নয়। কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে, একই EPIC নম্বরে একাধিক ভোটার থাকলেও রাজ্য এবং ভৌগলিক অবস্থান অনুযায়ী, তাঁদের ঠিকানা, বিধানসভা কেন্দ্র এবং ভোট কেন্দ্র সবই আলাদা।</p> <p>সম্প্রতি পশ্চিমবঙ্গে ভূতুড়ে ভোটার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়। মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/YBhqQbg" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a> ভোটার তালিকা 'ক্লিন' করার নির্দেশ দেন। ভুয়ো ভোটার ধরতে পথে নামে তৃণমূল। পাল্টা শাসকদলের বিরুদ্ধে তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢোকানোর অভিযোগ তোলে বিজেপি। এই চাপানউতোরের মধ্যেই এবার এক এপিক নম্বরে একাধিক ভোটার নিয়ে নিজেদের অবস্থান জানাল কমিশন।</p>
from india https://ift.tt/hyIjndm
via IFTTT
0 Comments