<p><strong>কলকাতা:</strong> মহাকুম্ভ আয়োজনে অব্যবস্থার অভিযোগে সরব <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/YBhqQbg" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। দলনেত্রীর উল্টো সুর দলেরই সদস্য সুজাতা মণ্ডলের। 'কোনও অব্যবস্থার সম্মুখীন হয়নি। ৭০ কোটি মানুষের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। পূণ্য অর্জন করতে গিয়ে মানুষের মৃত্যু দুঃখজনক। আমার দলের কর্মী থেকে নেতৃত্ব পর্যন্ত প্রচুর মানুষও গিয়েছেন। মহাকুম্ভতে যেতে দলের থেকে তো বারণ করা হয়নি। তারপরও যারা লুকোচ্ছেন তা তাঁদের ব্যক্তিগত বিষয়', মন্তব্য তৃণমূল নেতা সুজাতা মণ্ডলের।</p> <p>আরও পড়ুন, <a title="উচ্চ মাধ্যমিক শুরুর দিনেই ধর্মঘটের ডাক SFI-র, 'পরীক্ষার পর..' সিপিএমকে 'Dj' শোনাতে চান কুণাল !" href="https://ift.tt/6TXNkCm" target="_self">উচ্চ মাধ্যমিক শুরুর দিনেই ধর্মঘটের ডাক SFI-র, 'পরীক্ষার পর..' সিপিএমকে 'Dj' শোনাতে চান কুণাল !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p> </p>
from india https://ift.tt/v4OtWbM
via IFTTT
0 Comments