Narendra Modi Lion Safari: সকাল সকাল পশুরাজ সাক্ষাতে, জঙ্গলে সিংহের মুখোমুখি প্রধানমন্ত্রী

<p><span style="font-weight: 400;"><strong>গির:</strong> বিশ্ব বন্যপ্রাণ দিবসে জঙ্গল সাফারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গুজরাতের গির অভয়ারণ্যে সিংহ-সাফারিতে দেখা গেল তাঁকে। হুডখোলা জিপে ঘুরলে ন অভয়ারণ্যে। রাস্তার পাশে বিশ্রামরত সিংহ যুগলের পাশ দিয়েও ছুটে যায় মোদির জিপ। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। (Narendra Modi Lion Safari)</span></p> <p><span style="font-weight: 400;">এই মুহূর্তে গুজরাতেই রয়েছেন মোদি। সোমবার সকগালে তিনি জুনাগড়ের গির বন্যপ্রাণ অভয়ারণ্যে পৌঁছন। বন দফতরের আধিকারিকরাও ছিলেন তাঁর সঙ্গে। ছবি তোলার আলাদা টিম ছিল জিপে। মোদি নিজেও সিংহের ছবি তোলেন। (Narendra Modi Gir Safari)</span></p> <p><span style="font-weight: 400;">গির অভয়ারণ্যে লায়ন সাফারির অভিজ্ঞতা জানাতে গিয়ে বন্যপ্রাণ সংরক্ষণ নিয়েও কথা বলেন মোদি। তিনি লেখেন, &lsquo;বিশ্ব বন্যপ্রাণ দিবসের সকালে গির সাফারিতে গিয়েছিলাম। গির এশিয়াটিক সিংহের আশ্রয়স্থল। গিরের সঙ্গে অনেক স্মৃতিও জড়িয়ে আমার। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সকলের সঙ্গে মিলে কত কাজ করেছিলাম। গত কয়েক বছরে আমাদের সামগ্রিক চেষ্টায় সিংহের জনসংখ্যা বেড়েছে। জনজাতি সম্প্রদায়, বিশেষ করে মহিলাদের ভূমিকা এখানে বিশেষ ভাবে উল্লেখ্য। এই অঞ্চলকে এশিয়াটিক সিংহের আশ্রয় হিসেবে সংরক্ষণে তাঁদের ভূমিকা রয়েছে&rsquo;।</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">This morning, on <a href="https://twitter.com/hashtag/WorldWildlifeDay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WorldWildlifeDay</a>, I went on a Safari in Gir, which, as we all know, is home to the majestic Asiatic Lion. Coming to Gir also brings back many memories of the work we collectively did when I was serving as Gujarat CM. In the last many years, collective efforts&hellip; <a href="https://t.co/S8XMmn2zN7">pic.twitter.com/S8XMmn2zN7</a></p> &mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1896443509630263439?ref_src=twsrc%5Etfw">March 3, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">বিশ্ব বন্যপ্রাণ দিবসে পৃথিবীর বাস্তুতন্ত্রকে রক্ষার কথাও বলেন মোদি। তিনি জানান, এই পৃথিবীতে প্রত্যেক প্রাণীর কিছু না কিছু ভূমিকা রয়েছে। আগামী প্রজন্মের জন্যই পৃথিবীর বাস্তুতন্ত্র রক্ষা করা প্রয়োজন। এ ব্যাপারে ভারতের ভূমিকা সদর্থক বলেও জানান মোদি। এর আগেও জঙ্গল সাফারিতে দেখা গিয়েছে মোদিকে। আজও গিরে সাফারি পোশাকে সকলের নজর কেড়েছেন মোদি।&nbsp; নিজের তোলা ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।&nbsp;</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Lions and lionesses in Gir! Tried my hand at some photography this morning. <a href="https://t.co/TKBMKCGA7m">pic.twitter.com/TKBMKCGA7m</a></p> &mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1896447318007910901?ref_src=twsrc%5Etfw">March 3, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">গুজরাতে আজ ন্যাশনাল বোর্ড পর ওয়ইল্ড লাইফ বিভাগের সঙ্গে বৈঠকও করেন মোদি। ২০২০-র গণনা অনুযায়ী, গির অভয়ারণ্যে এশিয়াটিক সিংহের সংখ্যা ৬৭৪। নয় জেলার ৫৩টি তালুক নিয়ে ৩০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তাদের বিচরণ। কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট লায়ন প্রকল্পে সিংহ সংরক্ষণে ২০.২৪ হেক্টর এলাকা বরাদ্দ হয়েছে জুনাগড়ে। বন্যপ্রাণীদের গতিবিধির উপর নজরদারিতে প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ানো হচ্ছে। </span></p>

from india https://ift.tt/IG3a84f
via IFTTT

Post a Comment

0 Comments