London Heathrow Airport: মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের আগে হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড !

<p><strong>নয়াদিল্লি:</strong> রাত পেরোলেই&nbsp; মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/5U2PbnG" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>ের লন্ডন সফর। আগামীকাল ২২ মার্চ লন্ডনে যাচ্ছেন তিনি। এদিকে তার আগেই লন্ডনের হিথরো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড।</p> <p>যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আজ পুরোপুরি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত হিথরো কর্তৃপক্ষের। ইলেকট্রিক্যাল সাবস্টেশনে আগুন লাগার কারণে বন্ধ হিথরো বিমানবন্দর। &nbsp;অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট, কবে পরিষেবা স্বাভাবিক, জানাতে পারল না হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ। &nbsp;বিমানবন্দর খোলা না পর্যন্ত যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা।</p> <p>প্রসঙ্গত ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন আট দিন পর। আর, তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা গতকাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী &nbsp;মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'দলের ব্য়াপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছেন এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আছেন। তাঁদের সঙ্গে আরও অন্য়ান্য়রা আছেন। তাঁরা দেখে রাখবেন।'</p> <p>&nbsp;আরও পড়ুন, <a title="যাদবপুরের মেন হস্টেলেই ফের র&zwj;্যাগিং, 'হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনাতেও একই অভিযুক্ত..' !" href="https://ift.tt/JZxRVpq" target="_self">যাদবপুরের মেন হস্টেলেই ফের র&zwj;্যাগিং, 'হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনাতেও একই অভিযুক্ত..' !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/3dGwpJa
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র