NIT Student Molested: চেম্বারে ডেকে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা? শিলচরে NIT ক্যাম্পাসে ছাত্রীকে যৌন নিগ্রহ, গ্রেফতার অধ্যাপক

<p><span style="font-weight: 400;"><strong>গুয়াহাটি:</strong> এবার যৌন নির্যাতনের অভিযোগ National Institute of Technology-তে (NIT). অসমের শিলচর থেকে এই ঘটনা সামনে এসেছে। ছাত্রীকে নিগ্রহ করার অভিযোগ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিরুদ্ধে। শুক্রবার ওই অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। ক্যাম্পাসের মধ্যে মেয়েরা নিরাপদ না হলে, অধ্যাপকরা রেহাই না দিলে, মেয়েদের নিরাপত্তা কোথায়, উঠছে প্রশ্ন। (NIT Student Molested)</span></p> <p><span style="font-weight: 400;">বৃহস্পতিবার যৌন নিগ্রহের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। অভিযুক্ত অধ্যাপক ডি কোটেশ্বর রাজুকে সাসপেন্ডও করা হয়। নির্যাতিতা জানিয়েছেন, কম নম্বর পাওয়া নিয়ে বৃহস্পতিবার তাঁকে নিজের চেম্বারে ডাকেন কোটেশ্বর।&nbsp; নির্যাতিতা বলেন, 'কেন নম্বর কম উঠছে জানতে চান উনি। এর পর হঠাৎই আমাকে স্পর্শ করতে শুরু করেন। বলেন, ওঁর কথা শুনলে ভাল নম্বর উঠে যাবে'। ঘটনার বৃত্তান্ত নিজের হাতে লিখে অভিযোগ জানান নির্যাতিতা, সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। (NIT Silchar)</span></p> <p><span style="font-weight: 400;">অভিযুক্ত NIT-তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। নির্যাতিতা অভিযোগ জানানোর পরই তাঁকে সাসপেন্ড করেন NIT কর্তৃপক্ষ। সেখানে পড়ুয়ারা বিক্ষোভও দেখান। অভিযুক্তের বিরদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন তাঁরা। নির্যাতিতার বক্তব্য, 'চেম্বারে আমাকে পাশে বসতে বলেন। নম্বর নিয়ে কথা বলতে বলতে আমার হাত ধরেন প্রথমে। আঙুল নিয়ে খেলতে শুরু করেন। এর পর আমার উরু স্পর্শ করেন। কম্পিউটারে অশ্লীল গান চালিয়ে দেন। আমার পেটের উপর হাত রাখেন এর পর। পেটে হাত ঘষতে শুরু করেন উনি। আমি কাঁদতে শুরু করি। কিন্তু উনি থামেননি। বরং আমাকে পা ফাঁক করতে বলেন। এর পর পিন থেকে আমার ঘাড় চেপে ধরেন উনি'।</span></p> <p><span style="font-weight: 400;">নির্যাতিতা জানিয়েছেন, অধ্যাপকের চেম্বারে যাওয়ার আগে বন্ধুকে বাইরে দাঁড়ি করিয়ে রেখে গিয়েছিলেন তিনি। সেই সময় ওই বন্ধু তাঁকে ফোন করেন। তাতেই অধ্যাপকের খপ্পর থেকে পালাতে সফল হন। ওই তরুণীর বক্তব্য, 'এটা শ্লীলতাহানির ঘটনা, মানসিক এবং যৌন নির্যাতনের ঘটনা'। এর পরই ঘটনার বিবরণ লিখে অভিযোগ দায়ের করেন তিনি। NIT-র শিলচরের রেজিস্ট্রার অসীম রায় জানিয়েছেন, যে চেম্বারে ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেটি সিল করে দেওয়া হয়েছে। নির্যাতিতাকে সবরকমের সহযোগিতা প্রদান করা হচ্ছে, যাতে তিনি নিরাপদ বোধ করেন। NIT-র অভ্যন্তরীণ কমিটির কাছে অভিযোগ গিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">NIT শিলচরের ডিরেক্টর দিলীপকুমার বৈদ্য এ নিয়ে বৈঠকও করেছেন। তিনি বলেন, "এখন পরিস্থিতি স্বাভাবিক। আপাতত ক্লাসে উপস্থিতির হার কম। ভোররাত পর্যন্ত বিক্ষোভ চলেছে।" কাছারের পুলিশ সুপার নুমাল মাহাত জানিয়েছেন, অভিযুক্তকে সেসপেন্ড করা হয়েছে। ক্যাম্পাসের মধ্যে থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। নির্যাতিতার পরিবার এবং তাঁর পরিবার আলাদা যে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতার করতে গেলে অভিযুক্ত লুকনোর চেষ্টা করেন। কোয়ার্টারের দরজা বন্ধ ছিল বাইরে থেকে। কিন্তু মোবাইল ফোনের লোকেশন ধরে তাঁকে বিকেল ৫.৩০টা নাগাদ গ্রেফতার করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।</span></p> <div class="storyParagraphFigure"> <div class="adMinHeight313"> <div id="div-gpt-ad-story" class="storyAd ht-dfp-ad1 roadBlock" data-google-query-id="CJbN096WnYwDFW6PrAId5TsS8g">&nbsp;</div> </div> </div>

from india https://ift.tt/PhGQWNr
via IFTTT

Post a Comment

0 Comments