Viral News: ১ কোটি টাকার চুল চুরি, ২৭টি ব্যাগে ছিল ৮৩০ কিলোগ্রাম মানুষের চুল

<p class="story_para_0"><strong>Viral News:</strong> চুরি হয়েছে ৮৩০ কেজি মানুষের চুল, যার দাম নাকি প্রায় ১ কোটি টাকা। এমন আজব চুরির ঘটনা এর আগে কেউ কখনও শুনেছেন বলে তো মনে হয় না। এই অভিনব চুরির ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। কারা এই চুরির পিছনে রয়েছে তা জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। বেঙ্গালুরুর লক্ষ্মীপুরা ক্রসের কাছে একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের গোডাউন থেকে প্রায় ১ কোটি টাকার মানুষের চুল চুরি হয়েছে।&nbsp;</p> <p class="story_para_0">চুলের ব্যবসা করেন ৭৩ বছরের এক বৃদ্ধ। তিনিই এই চুরির অভিযোগ জানিয়েছেন। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী উত্তর বেঙ্গালুরুতে ব্যবসা করেন। ভেঙ্কটস্বামী কে নামের ওই ব্যক্তি গত ১২ ফেব্রুয়ারি তাঁর চুল রাখার জায়গার পরিবর্তন করেছেন। আগে হেব্বাল এলাকায় থাকত তাঁর ব্যবসার চুল। সম্প্রতি তিনি চুল রাখতে শুরু করেছিলেন লক্ষ্মীপুরা ক্রস এলাকার ওই গোডাউনে। সোলাদেভানাহাল্লি এলাকার পুলিশে ওই ব্যক্তি অভিযোগ করেছেন যে, তাঁর নতুন গোডাউন থেকে চুরি হয়েছে চুল। ওই কমার্শিয়াল বিল্ডিংয়ের বেসমেন্টে ছিল গোডাউনটি। সেখানে ২৭টি ব্যাগে ৮৩০ কেজি মানুষের চুল রেখেছিলেন বৃদ্ধ।&nbsp;</p> <p id="1" class="story_para_1">কিন্তু কারা করেছে এমন আজব চুরি&nbsp;</p> <p class="story_para_1">ভেঙ্কটস্বামীর অভিযোগ, ৬ জনের একটি দল হানা দিয়েছিল তাঁর গোডাউনে। ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতে এসেছিল তারা। মহিন্দ্রা বলেরো এসইউভি গাড়ি চড়ে এসেছিল সন্দেহভাজনরা। এরপর লোহার রড দিয়ে গোডাউনের শাটার ভেঙেছিল তারা। তারপর সব ব্যাগে গাড়িতে তুলে চম্পট দিয়েছে। ভেঙ্কটস্বামী জানিয়েছেন, স্থানীয় এক বাসিন্দা ওই ৬ জনকে গাড়িতে অনেকগুলো ব্যাগ তুলতে দেখেছিল। তেলুগু ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিল ওই ৬ ব্যক্তি। একে অন্যকে নির্দেশ দিচ্ছিল কীভাবে কোথায় চুল ভর্তি ব্যাগগুলি রাখতে হবে। যে ব্যক্তি ওই ৬ জনকে দেখেছিলেন তিনি ভেবেছিলেন হয়তো ব্যাগগুলি তাদেরই। তাই আর কথা না বাড়িয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন ওই স্থানীয় বাসিন্দা।&nbsp;</p> <div> <div class="jsx-249386c32aa3ce09 rltdst"> <p id="3" class="story_para_3">কিন্তু পথচলতি আরেক ব্যক্তির নজরে আসে গোটা ঘটনাটি। সন্দেহ হয় তাঁর। একটু নজর করে বুঝতে পারেন ওই ৬ ব্যক্তি বেআইনি ভাবে চুল চুরি করছে। ব্যাগগুলি গোডাউন থেকে আনতে গিয়ে রাস্তাতেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কিছু চুল। সবটা বুঝতে পেরে দ্রুত ১১২ ডায়াল করে পুলিশকে সতর্ক করেন ওই ব্যক্তি। জানিয়ে দেন কোন এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ এসে দেখতে পায় গোডাউনের শাটার অর্ধেক ভাঙা রয়েছে। এরপর রাতেই ওই বিল্ডিংয়ের অন্যান্য কাছের দোকানদারদের চুরির কথা জানায় পুলিশ। তাঁদের মাধ্যমেই খবর পৌঁছয় ভেঙ্কটস্বামীর কাছেও। নিজের গোডাউনের চুরির খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ৭০ পার হওয়া বৃদ্ধ।&nbsp;</p> <p id="6" class="story_para_6">আশপাশের বিল্ডিংয়ে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। ৬ ব্যক্তি যে একটি এসইউভি চড়ে এসেছিল তা ধরা পড়েছে সেখানে। তবে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজের গুণমান খুব একটা ভাল না হওয়ায় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখা যায়নি। তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই চুরির পিছনে জড়িত, তাদের খোঁজ চলছে।&nbsp;</p> </div> </div>

from india https://ift.tt/M657L4F
via IFTTT

Post a Comment

0 Comments