Bangladesh News: 'আমি আসছি', সমর্থকদের বার্তা শেখ হাসিনার; বললেন, 'যেভাবে আমার বাবা-মাকে হত্যার ন্যায়বিচার করেছিলাম...'

<p><strong>নয়াদিল্লি :</strong> "একটা কারণেই আল্লা আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেইদিন আসবে যখন আওয়ামি লিগের সমর্থকদের উপর আক্রমণকারীদের বিচার হবে।" সোশাল মিডিয়ায় দলীয় নেতাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ জুড়ে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসে আশ্রয় নেন। &nbsp;</p> <p>ওই আলোচনার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসকে নিশানা করেন হাসিনা। ক্যামেরা অফ করে তিনি বলেন, "উনি (মহম্মদ ইউনূস) এমন একজন মানুষ যিনি কখনো মানুষকে ভালবাসেননি।" চড়া সুদে টাকা ধার দিতেন, আর সেই টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্যবহার করেছেন। তখন আমরা ওঁকে চিনতে পারিনি। তাই ওঁকে প্রচুর সাহায্য করেছিলাম। কিন্তু, মানুষের কোনও উপকার হয়নি। উনি নিজের ভাল করেছেন। এরপর ক্ষমতার প্রতি লালসা তৈরি হয়। যেটা এখন বাংলাদেশকে জ্বালাচ্ছে।" &nbsp;&nbsp;</p> <p>বাংলাদেশকে একসময় উন্নয়নের মডেল হিসাবে দেখা হত বলে মন্তব্য করেন তিনি। কিন্তু, তাঁর মতে, এখন তা "জঙ্গিদের দেশে" পরিণত হয়েছে। তাঁর কথায়, "আমাদের নেতা-কর্মীদের এমনভাবে খুন করা হচ্ছে যা বর্ণনা করা যাবে না। আওয়ামি লিগ, পুলিশ, সাংবাদিক, শিল্পী...প্রত্যেককে টার্গেট করা হচ্ছে। &nbsp;ধর্ষণ, খুন, ডাকাতি কিছু রিপোর্ট করা যাচ্ছে না। যদি তা রিপোর্ট করা হয়, তাহলে টিভি চ্যানেল ও খবর কাগজকে টার্গেট করা হবে।"</p> <p>হাসিনা বলেন, "আমি আমারা বাবা-মা-ভাই সবাইকে একই দিনে হারিয়েছি। তারপর ওরা আমাকে দেশেও ফিরতে দেননি। নিজের লোককে হারানোর যন্ত্রণা আমি জানি। আল্লা আমাকে সুরক্ষা দেন। হয়ত উনি আমার মাধ্যমে ভাল কিছু করাতে চান। যারা এধরনের অপরাধ করেছে, তাদের শাস্তি হবে। এটা আমার &nbsp;অঙ্গীকার।"&nbsp;</p> <p>আলাপচারিতার সময়, নিহত আওয়ামি লিগ কর্মী ও নেতাদের পরিবারের সদস্যরা তাঁদের উপর হওয়া নৃশংসতার কথা বর্ণনা করেন। তার উত্তরে হাসিনা বলেন, "এরা মানুষ নয়, এদের বিচার হবে। আল্লাহ এটা সহ্য করবেন না।" একজন মহিলা যখন তাঁর বাবাকে কীভাবে হত্যা করা হয়েছিল তা বর্ণনা করেন, তখন আওয়ামি লিগ নেত্রী বলেন, "আপনি ন্যায়বিচার করবেন, যেমনভাবে আমি আমার বাবা-মাকে হত্যার পর ন্যায়বিচার করেছিলাম। আমরা তাদের খুঁজে বের করব, দিন আসবে। আমি এটা বিশ্বাস করি, নইলে আমি বেঁচে থাকতাম না।"</p> <p>তখন এক সমর্থন তাঁকে জিজ্ঞাসা করেন তিনি কেমন আছেন ? উত্তরে হাসিনা বলেন, "আমি বেঁচে আছি।" অপর এক সমর্থক তাঁকে বলেন, "আল্লা আপনাকে আবার সুযোগ দিন।" উত্তরে হাসিনা বলেন, "উনি (আল্লা ) দেবেন। সেই কারণেই আল্লা আমায় বাঁচিয়ে রেখেছেন। আমি আসছি।"</p>

from india https://ift.tt/vCg8MdK
via IFTTT

Post a Comment

0 Comments

Uttar Pradesh News: ২ কেয়ারটেকারের ৫ বছরের অত্যাচার ! মৃত্যু বৃদ্ধের, কঙ্কালসার অবস্থায় উদ্ধার মানসিক ভারসাম্যহীন মেয়ে