<p><strong>Ceasefire Violation: </strong>এই নিয়ে পরপর চার রাত। নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। আবারও বিনা প্ররোচনায় পাক-সেনার তরফে গুলি চালানো হয়েছে। এবার কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জানা গিয়েছে, এই প্রথম পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক-সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতও। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই বারবার অশান্ত হয়ে উঠছে নিয়ন্ত্রণরেখা। ওপারে পাকিস্তানি সেনার একাধিক চৌকি থেকে একসঙ্গে গুলি চালানো হচ্ছে এপারের সেনাবাহিনীর উদ্দেশ্যে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। </p> <p>ভারতীয় সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, '২৭-২৮ এপ্রিল রাতে পাকিস্তানের সেনাবাহিনীর বেশ কয়েকটি চৌকি থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে নিয়ন্ত্রণরেখা বরাবর। ছোটখাটো অস্ত্রের সাহায্যে গুলি চালানো হয়েছে ওপারের বিপরীত দিকে অর্থাৎ এপারের কুপওয়ারা এবং পিঞ্চ জেলায়। দ্রুত এবং কার্যকর ভাবে জবাব দেওয়া হয়েছে।' এর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর তরফে এও জানানো হয়েছে যে, এই প্রথম পুঞ্চ সেক্টর বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক-সেনা। </p>
from india https://ift.tt/gStnixW
via IFTTT
0 Comments