<p><span style="font-weight: 400;"><strong>মুম্বই:</strong> মুম্বইয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে বিধ্বংসী আগুন। শনি-রবিবার গভীর রাতে আগুন লাগে ED-র দফতরে। আগুন নেভাতে প্রায় ছ’ঘণ্টা ধরে রীতিমতো যুদ্ধ করতে হয় দমকলবাহিনীকে। শেষ পর্যন্ত আগুন যদিও নিয়ন্ত্রণে এসেছে, প্রচুর নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। (ED Office Fire)</span></p> <p><span style="font-weight: 400;">দক্ষিণ মুম্বইয়ের ব্য়ালার্ড এস্<a title="টেট" href="https://ift.tt/6sYOZ0m" data-type="interlinkingkeywords">টেট</a> এলাকায়, Kaiser-I-Hind বিল্ডিংয়ে ED-র দফতর। সেখানে গভীর রাতে, ২.৩০টে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। মই বেয়ে উঠে জল ছুড়তে দেখা গিয়েছে দমকল কর্মীদের। (Mumbai ED Office Fire)</span></p> <p><span style="font-weight: 400;">মুম্বই দমকল বাহিনী জানিয়েছে, রাত ৩.৩০টে নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে। আগুন বেশ ছড়িয়ে পড়েছে, লেভেল-২ পর্যায়ে রয়েছে বলে জানা যায়। সঙ্গে সঙ্গে ED-র দফতরের উদ্দেশে রওনা দেয় দমকলবাহিনী। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দেখা যায়, পাঁচতলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় আগুন ধরেছে। তত ক্ষণে আগুন লেভেল-৩ পর্যায়ে পৌঁছে যায়। </span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">VIDEO | Maharashtra: A major fire broke out at the ED office building in south Mumbai's Ballard Estate area early on Sunday, civic officials said and added there were no reports of any injuries.<br /><br />The fire brigade received a call about the blaze at the multistorey Kaiser-I-Hind… <a href="https://t.co/X6EXrPNhbU">pic.twitter.com/X6EXrPNhbU</a></p> — Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1916313432451895319?ref_src=twsrc%5Etfw">April 27, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">যুদ্ধকালীন তৎপরতায় এর পর আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন নেভানোর কাজে হাত দেয় দমকলের আটটি ইঞ্জিন, ছ’টি জাম্বো ট্র্যাক্টর, একটি এরিয়েল টাওয়ার টেন্ডার, একটি ব্রিদিং অ্যাপারেটাস ভ্যান, একটি উদ্ধারকারী ভ্যান, একটি কুইক রেসপন্স ভেহিকল এবং একটি অ্যাম্বুল্যান্স। কিন্তু তার পরও আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। </span></p> <p><span style="font-weight: 400;">প্রায় ছ’ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুনে প্রচুর নথিরত্র পুড়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, ED-র দফতরের সরঞ্জামও নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা। কিন্তু কী থেকে আগুন লাগল, এত দ্রুত আগুন বিধ্বংসী আকার ধারণ করল কী করে, তা এখনও পরিষ্কার ভাবে জানা যাচ্ছে না। দমকল সূত্রে খবর, আগুন লাগার কারণ এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। </span></p>
from india https://ift.tt/eZK3EIo
via IFTTT
0 Comments