<p><strong>নয়াদিল্লি :</strong> স্টার্ট-আপ ইন্ডাস্ট্রি আরও চাঙা হচ্ছে ভারতে। অন্তত সাম্প্রতিক এক রিপোর্ট সেদিকেই ইঙ্গিত করছে। বুধবার একটি রিপোর্ট সামনে আনে Stride Ventures and Kearney। সেই রিপোর্ট অনুযায়ী, ভারতের Venture Debt Market (স্টার্টআপগুলিকে দেওয়া ঋণের বাজার) ২০২৪ সালে ১.২৩ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। যা ২০১৮ সাল থেকে ৫৮ শতাংশ চক্রবৃদ্ধি হারে (CAGR) বৃদ্ধি পেয়েছে। Stride Ventures কর্তৃক প্রকাশিত গ্লোবাল ভেঞ্চার ডেট রিপোর্ট ২০২৫- অনুযায়ী, ২০১৮ সাল নাগাদ ভেঞ্চার ডেট মার্কেট ছিল ৮০ মিলিয়ন মার্কিন ডলারের আশপাশে।</p> <p>মোট ঋণ চুক্তির ৪০ শতাংশই হয়েছে বেঙ্গালুরুতে। এবিষয়ে অগ্রণী এই শহর। এরপরেই রয়েছে দিল্লি এনসিআর এবং মুম্বই। "ভারতের ভেঞ্চার ঋণ বাজার ছয় বছর আগের নামমাত্র অবস্থা থেকে ২০২৪ সালে ১.২৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এই রিপোর্ট সংশ্লিষ্ট বাজারকে বিশ্ব বাজারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে ভেঞ্চার ঋণ ১৪ শতাংশ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে। যা বিশেষ উপকরণ থেকে মূলধারার সম্পদে পরিণত হয়েছে।" বলছেন Stride Ventures-এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার ইশপ্রীত সিংহ গান্ধী। </p> <p>রিপোর্টে Venture Debt-এর প্রতি স্টার্ট-আপ প্রতিষ্ঠাতাদের দৃষ্টিভঙ্গিও খতিয়ে দেখা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, সমীক্ষায় থাকা ৬১ শতাংশ প্রতিষ্ঠাতা ব্যবসার সম্প্রসারণ এবং মূলধনী ব্যবস্থার জন্য Venture Debt-কে পছন্দের হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন। </p> <p>Stride Ventures-এর ম্যানেজিং পার্টনার অপূর্বা শর্মা বলেন, "আমাদের তথ্য থেকে জানা যাচ্ছে যে, কোম্পানিগুলির চাহিদা স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ফিনটেক, ক্লিনটেক এবং কনজিউমার টেক-এর মতো খাতে। ইকুইটি মূলধন আরও বাছাই হয়ে ওঠার সঙ্গে সঙ্গে, Venture Date তহবিলের ব্যবধান পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাতাদের কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষমতা দিচ্ছে।"</p> <p>রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে চুক্তি মূল্যের ৩৭ শতাংশ ফিনটেক সেগমেন্টে, ২৫ শতাংশ উপভোক্তা খাতে এবং ১৮ শতাংশ ক্লিনটেক স্পেসে কেন্দ্রীভূত হয়েছে। কনজিউমার খাতে ৮১ শতাংশ চুক্তি হয়েছে। যা সংখ্যার বিচারে সর্বোচ্চ । কিন্তু, ভ্যালু বা মূল্যের ব্যাপারে বললে অগ্রণী রয়েছে ফিনটেক। </p> <p>এই পরিস্থিতিতে এটা বলাই যায় যে, ভেঞ্চার ডেট মার্কেট যত পরিপক্ক হচ্ছে, স্টার্টআপে অর্থায়নে এর ভূমিকা আরও শক্তিশালী হতে চলেছে। যা প্রতিষ্ঠাতাদের জন্য একটি বিকল্প তহবিলের পথ তৈরি করবে। এটি স্থায়িত্ব নিশ্চিত করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো বাজারে, বর্তমানে সামগ্রিক ভেঞ্চার মূলধন তহবিলের ২০-৩০ শতাংশ Venture Date-এর।</p>
from india https://ift.tt/5JxqoGY
via IFTTT
0 Comments