<p><strong>মুম্বই:</strong> 'ভাবিজী ঘর পর হ্যায়' খ্যাত অভিনেত্রী শুভাঙ্গী আত্রের প্রাক্তন স্বামী প্রয়াত। মাত্র দু'মাস আগেই বিবাহবিচ্ছেদ হয় শুভাঙ্গী এবং তাঁর প্রাক্তন স্বামী পীযূস পুরের। লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন পীযূস। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। প্রাক্তন স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন শুভাঙ্গী। (Shubhangi Atre's Ex Husband Dies)</p> <p>হিন্দি সিরিয়ালের অতি পরিচিত মুখ শুভাঙ্গী। তবে 'ভাবিজী ঘর পর হ্য়ায়' সিরিয়ালটি তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। ২০০৩ সালে শুভাঙ্গী এবং পীযূস সাতপাকে বাঁধা পড়েন। তাঁদের কোলে সন্তান আসে ২০০৫ সালে। একটি সংস্থায় ডিজিটাল মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন পীযূস। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাঁদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর পড়ে। (Piyush Poorey)</p> <p>প্রাক্তন স্বামীর মৃত্যুর খবরে শুভাঙ্গী ভেঙে পড়েছেন বলে জানা যাচ্ছে। একটি সর্বভারতীয় সংস্থার তরফে যোগাযোগ করে হলে তিনি বলেন, "এই সময় বিচারবুদ্ধি খাটালে ভাল হয়। অনুরোধ করছি আমাকে কিছুটা সময় দিন। তবে এ নিয়ে কিছু বলতে পারব।" জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদের পর কথাও বন্ধ হয়ে যায় শুভাঙ্গী এবং পীযূসের। কিন্তু প্রাক্তনের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন শুভাঙ্গী। </p> <p>জানা গিয়েছে, কিছুদিন আগে স্বাস্থ্যের অবনতি হয় পীযূসের। শুভাঙ্গী এবং মেয়ে আশী তাঁর অসুস্থতার কথা জানতে পারেন। মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েন শুভাঙ্গী। কিন্তু মাথার উপর দায়িত্ব রয়েছে, তাই কাজ করতেই হবে। ফলে নিজেকে একটু সামলে নিয়েই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে শ্যুটিংয়ে ফিরলেও কারও সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলছেন না তিনি।</p> <p>শুভাঙ্গী এবং পীযূসের বিবাহবিচ্ছেদ মামলা যখন আদালতে ঝুলছে, সেই সময় জানা যায়, বিয়ে টিকিয়ে রাখার সবরকম চেষ্টা করেন তাঁরা। কিন্তু কিছুতেই বনিবনা হচ্ছিল না দু'জনের মধ্যে। তাই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। মেয়ের সঙ্গে দু'জনেরই ভাল সম্পর্ক বজায় ছিল। তাঁদের মেয়ে আমেরিকায় পড়াশোনা করছেন। মা-বাবা দু'জনই তাঁকে নিয়ে চিন্তিত। </p> <p>দীর্ঘ অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন শুভাঙ্গী। 'কসৌটি জিন্দেগী কে,' 'কস্তুরী', 'চিড়িয়া ঘর'-এর মতো সিরিয়ালে দেখা গিয়েছে তিনি। এই মুহূর্তে 'ভাবিজী ঘর পর হ্য়ায়' সিরিয়ালে 'অঙ্গুরী'র চরিত্রে চুটিয়ে অভিনয় করছেন। এই সিরিয়ালে প্রথমে ওই চরিত্রে অভিনয় করতেন শিল্পা শিন্ডে। কিন্তু শুভাঙ্গী আসার পর সিরিয়ালের জনপ্রিয়তা আরও বেড়ে যায়।</p>
from india https://ift.tt/o0HKPWQ
via IFTTT
0 Comments