SSC Scam: দিল্লির দ্বারস্থ হচ্ছেন এবার চাকরিহারারা ! যন্তরমন্তরের উদ্দেশে বাস, পথে বিভিন্ন রাজ্যে লিফলেট বিলি..

<p><strong>কলকাতা:</strong> এবার দিল্লির দ্বারস্থ হচ্ছেন চাকরিহারারা। বেলা ১২টা নাগাদ, দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে যাবে চাকরিহারাদের একটি বাস। দিল্লি যাওয়ার পথে বিভিন্ন রাজ্যে করা হবে লিফলেট বিলি।</p> <p>[yt]https://www.youtube.com/watch?v=BIl2yolXb4s[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="থমথমে সামশেরগঞ্জ-ধুলিয়ান, এখনও পর্যন্ত গ্রেফতার ১৫০ ! আজ পরিদর্শনে CRPF-এর IG" href="https://ift.tt/q0pu9cd" target="_self">থমথমে সামশেরগঞ্জ-ধুলিয়ান, এখনও পর্যন্ত গ্রেফতার ১৫০ ! আজ পরিদর্শনে CRPF-এর IG</a></p> <p>বুধবার যন্তরমন্তরে প্রতিবাদ, এছাড়াও গোটা সপ্তাহ ধরে চলবে নানা কর্মসূচি। ২২ এপ্রিল, শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। ২৩ ও ২৮ এপ্রিল রাস্তায় নেমে চলবে প্রতিবাদ, বিক্ষোভ। ১ থেকে ৭ মে ওয়াই চ্যানেলে শুরু হবে রিলে অনশন। এরপরও সুরাহা না মিললে, ৭ মে-র পর থেকে আমরণ অনশনের পথে হাঁটবেন চাকরিহারারা।</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/8XR1b29
via IFTTT

Post a Comment

0 Comments