Failed in Examination: ছেলে ফেল করেছে বোর্ডের পরীক্ষায়, 'মনোবল বাড়াতে' কেক কেটে সেলিব্রেশন করলেন মা-বাবা !

<p>Failed in Examination:&nbsp;পরীক্ষায় ফেল করা মানেই জীবন শেষ নয়। একবার অকৃতকার্য হলেও, সুযোগ পেলে ভাল ফল করার সম্ভাবনা থাকে। তবে ছেলেমেয়ে পরীক্ষায় ফেল করলে সাধারণত বাড়িতে বকাঝকা কিংবা মারধরেরই চল রয়েছে আমাদের সমাজে। হাতেগোনা খুব কম ক্ষেত্রেই দেখা যায় ফেল করা পরীক্ষার্থীর পাশে দাঁড়ান অভিভাবক এবং অন্যান্যরা। তবে ছেলে পরীক্ষায় ফেল করলে মা-বাবা যে রীতিমতো সেলিব্রেশনের মুডে জমাটি উদযাপন করতে পারেন, তা সম্প্রতি একটি ঘটনা প্রকাশ্যে না এলে বিশ্বাসই হতো না।&nbsp;</p> <p>দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ফেল করেছেন কর্নাটকের ছাত্র অভিষেক চোলাছাগুড্ডা। কর্নাটকের বাগালকোটের বাসাভেশ্বর ইংরেজি মিডিয়ামের পড়ুয়া অভিষেক। ৬০০- র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর মাত্র ২০০। ৬টি বিষয়েই ফেল করেছেন তিনি। পেয়েছেন মাত্র ৩২ শতাংশ নম্বর। স্বভাবতই এমন রেজাল্টের পর অভিষেকের সঙ্গে ভাল আচরণ করেননি তাঁর বন্ধুরা। সবাই মজা করেছেন অভিষেককে নিয়ে। তাঁর ফেল করা নিয়ে, এত কম নম্বর পাওয়া নিয়ে ব্যাঙ্গ করেছেন সকলে। কিন্তু এই পরিস্থিতিতে অভিষেকের পাশে দাঁড়িয়েছেন তাঁর মা-বাবা। ছেলে ফেল করেছে বলে তাঁকে মারধর কিংবা বকাঝকা করেননি তাঁরা। বরং কেক কেটে করেছেন সেলিব্রেশন।&nbsp;</p> <p>অভিষেকের মা-বাবার জানিয়েছেন, ছেলে যাতে পরীক্ষায় পাশ করতে না পেরে, ভেঙে না পরে, তার মনোবল বজায় রাখার জন্যই এই সেলিব্রেশন করা হয়েছে। ছেলেকে তাঁরা বলেছেন, 'তুমি পরীক্ষায় ফেল করতে পারো। তবে জীবনে নয়। তুমি আবারও চেষ্টা করে সফল হতে পারো।' মা-বাবার এই পদক্ষেপে আবেগপ্রবণ ছেলেও। অভিষেক বলছেন, ' আমি ফেল করার পরেও আমার পরিবার উৎসাহ দিয়েছে আমায়। আবার পরীক্ষা দেব আমি। পাশ করব এবং জীবনে সফল হবো।'&nbsp;</p> <p>সাধারণত দেখা যায় পরীক্ষায় ফেল করলে পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, বলা ভাল সমাজের চাপে, 'কে কী বলবে' এই ভেবে অনেকেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে মা-বাবার থেকে বকা কিংবা মারধর খেয়ে আত্মহত্যা করেছে সন্তান। কিংবা পরীক্ষায় ফেল করছে বলে বন্ধুবান্ধব বা অন্যান্যদের থেকে এত ব্যাঙ্গের শিকার হয়েছে ওই পড়ুয়া যে তাঁর আর বেঁচে থাকার ইচ্ছেটাই হয়নি। ফলে অল্প বয়সেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাঁরা। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আগেই নিজেদের শেষ করে দিয়েছে। অভিষেকের সঙ্গে যেন এমন কোনও কিছু না ঘটে, সেই জন্যই ছেলের আত্মবিশ্বাস বজায় রাখতে, ছেলে ফেল করার পরেও কেক কেটে উদযাপন করেছেন তাঁরা।&nbsp;</p>

from india https://ift.tt/A4gXqFV
via IFTTT

Post a Comment

0 Comments

Pakistan on India: 'বাংলাদেশের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকালে...', ভারতকে হুঁশিয়ারি পাক নেতার; 'আমাদের মিসাইল বেশি দূরে নেই'