India Pakistan War: পাকিস্তানের FM রেডিও স্টেশনে নিষিদ্ধ করা হল ভারতীয় গান ! প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত পাক সরকার..

<p><strong>নয়াদিল্লি:</strong> ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত পাকিস্তান। এবার পাকিস্তানের এফএম রেডিও স্টেশনে ভারতীয় গান নিষিদ্ধ করল পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন। শ্রোতার সংখ্যা কমবে জেনেও সিদ্ধান্ত পাকিস্তান সরকারের।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/1l99abTza94?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'পহেলগাঁওয়ে হামলাকারীদের যোগ্য জবাব দেওয়া হবে, কাউকে ছাড়ব না', হুঙ্কার অমিত শাহের" href="https://ift.tt/RWZ2v0C" target="_self">'পহেলগাঁওয়ে হামলাকারীদের যোগ্য জবাব দেওয়া হবে, কাউকে ছাড়ব না', হুঙ্কার অমিত শাহের</a></p> <p>ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচার। পাকিস্তান সরকারের সোশাল মিডিয়া, পাক সংবাদমাধ্যমের সোশাল সাইটের পর সম্প্রতি পাকিস্তানের ইউটিউব চ্যানেলও ব্যান করে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুুপারিশে ডন নিউজ, সামা TV, আরি নিউজ, জিও নিউজ-সহ ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। পহেলগাঁও হামলার পর থেকে ভারত, ভারতীয় সেনা এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে এই ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে লাগাতার উস্কানিমূলক, মিথ্যা এবং বিভ্রান্তিকর, ভুল তথ্য সম্প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। সেই কারণেই নিষিদ্ধ করা হয়েছে ১৬টি পাক ইউটিউব চ্যানেলের সম্প্রচার। আর এবার পাল্টা পাকিস্তানের এফএম রেডিও স্টেশনে ভারতীয় গান নিষিদ্ধ করা হল।&nbsp;</p> <p>&nbsp;বৈসরনে হত্য়ালীলার বদলা নিতে সেনার হাত খুলে দিয়েছেন নরেন্দ্র মোদি। এবং তারপরে বালাকোটে এয়ার স্ট্রাইকের অভিজ্ঞতা থাকা পাকিস্তান আঁচ করতে পারছে। যে বদলা নেওয়ার জন্য ফুটছে ভারত! ভয় এতটাই যে, মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। পাকিস্তানের &nbsp;তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। বৈসরনে হত্য়ালীলার বদলা নিতে সেনার হাত খুলে দিয়েছেন নরেন্দ্র মোদি। কাঁপছে পাকিস্তান প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক এবং তারপরে বালাকোটে এয়ার স্ট্রাইকের অভিজ্ঞতা থাকা পাকিস্তান আঁচ করতে পারছে , যে বদলা নেওয়ার জন্য ফুটছে ভারত! ভয় এতটাই যে, মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।&nbsp;</p> <p>&nbsp;পাকিস্তানের &nbsp;তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা-তথ্য পেয়েছি যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। ভারত যদি এমন কোনও পদক্ষেপ করে, তবে পূর্ণ শক্তি নিয়ে তার জবাব দেওয়া হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ বলেন, সেটা সম্ভাবনা। খুব পরিষ্কার একটা সম্ভাবনা রয়েছে। আমরাও একেবারে তৈরি আছি। হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যদি আমাদের আকাশসীমা বা স্থলভাগ অতিক্রমের চেষ্টা করা হয় আমরা সবদিক থেকেই জবাব দেব। আমরা জবাব দেওয়ার জন্য তৈরি। আমরা ভারতকে যোগ্য জবাব দেব। প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হতেই কার্যত কাঁপছে পাকিস্তান।</p>

from india https://ift.tt/iHDwysv
via IFTTT

Post a Comment

0 Comments

Bangladesh Unrest: 'I have a plan..', বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা ?