Jammu and Kashmir News: ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার, এবার উপত্যকার অবন্তীপোরায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি ভয়ঙ্কর গুলির লড়াই !

<p><strong>নয়াদিল্লি :</strong> উপত্যকায় ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই ! জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার ঘটনা। দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় যৌথ অভিযান চালাচ্ছিল পুলিশ ও সেনা। সেইসময় উভয়পক্ষের মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই শুরু হয়। অবন্তীপোরার নাদেল ও ত্রাল এলাকায় চলে এনকাউন্টার। যৌথবাহিনীর তরফে পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। গত ৪৮ ঘণ্টায় এটা দ্বিতীয় এনকাউন্টার।&nbsp;</p> <p>সন্ত্রাসবাদের কোমর ভাঙতে 'অপারেশন সিঁদুরের' মধ্য়েই দিন দু'য়েক আগে কাশ্মীরে সেনা অভিযানে খতম হয় লস্কর-ই-তৈবা ও তার শাখা সংগঠন দ্য় রেজিস্ট্য়ান্স ফ্রন্টের ৩ জঙ্গি...। উদ্ধার হয় প্রচুর অস্ত্র।&nbsp;পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি হলেও, লড়াই শেষ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। &nbsp;তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, "ঘরে (পাকিস্তানে) ঢুকে মারব আমরা, বাঁচার কোনও সুযোগই দেব না।" এই প্রেক্ষাপটেই দক্ষিণ কাশ্মীরে 'অপারেশন কেল্লার' চালায় নিরাপত্তা বাহিনী। আর দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এই 'অপারেশন কেল্লার'-এই লস্কর ও তার শাখা সংগঠনের ৩ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা।&nbsp;</p> <p>পাইন গাছে ঘেরা ঘন সবুজ কেল্লারের জঙ্গল। মঙ্গলবার কাকভোরে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়। গোটা জঙ্গল ঘিরে ফেলে সিআরপিএফ। এরমধ্য়েই, নির্জনতা ভেদ করে কানফাটানো গুলির আওয়াজ। গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। তারপরই একেবারে অলআউট অ্যাকশনে নামে ভারতীয় সেনা। শেষ করা হয় লস্কর-ই-তৈবার ৩ জঙ্গিকে। সোপিয়ানের বাসিন্দা নিহত শাহিদ আহমেদ কুট্টে, আদনান শাফি দার অপারেশনাল কমান্ডার ছিল। নিহত লস্কর জঙ্গি এহসান উল হক শেখ পুলওয়ামার বাসিন্দা। সূত্রের খবর, নিহত জঙ্গিদের থেকে AK47, ১০টি ম্য়াগাজিন, ৩ টি হ্যান্ড গ্রেনেড, ২টি স্য়াটেলাইট ফোন, ৩টি বুলেট প্রুফ জ্যাকেট ও একাধিক গ্যাজেট উদ্ধার করা হয়েছে। সোপিয়ানজুড়ে শুরু সার্চ অপারেশন আরও তীব্র করেছে সেনাবাহিনী।&nbsp;</p> <p>সূত্রের খবর, নিহত জঙ্গি শাহিদ আহমেদ কুট্টে সোপিয়ানের হিরাপুরা এলাকার বাসিন্দা। ২০২৩ সালের ৮ মার্চ লস্কর-ই-তৈবাতে যোগ দেয়। ২০২৪ সালের ৮ এপ্রিল জার্মান পর্যটক খুনে জড়িত ছিল সে। এক পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনাতেও যুক্ত ছিল শাহিদ আহমেদ কুট্টে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর গত ২৬ এপ্রিল সোপিয়ানে গুড়িয়ে দেওয়া হয় এই শাহিদ আহমেদ কুট্টের বাড়ি।&nbsp;</p> <p>নিহত আরেক জঙ্গি আদনান শাফি দারের বাড়িও সেদিনই বিস্ফোরণে ভেঙে পড়ে। নিহত আদনান সোপিয়ানের ওয়ানদুনা মেলহোরার বাসিন্দা ছিল। ২০২৪ সালে লস্কর-ই-তৈবায় যোগ দেয় সে। সেই বছরই ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের খুনের অভিযোগ ওঠে আদনানের বিরুদ্ধে।&nbsp;</p> <p>'অপারেশন কেল্লারে' নিকেশ তৃতীয় লস্কর জঙ্গি এহসান উল হক শেখ পুলওয়ামার বাসিন্দা। ২৬ এপ্রিলের পুলওয়ামার মুরানে এই লস্কর জঙ্গি এহসান-উল-হকের বাড়িও ধূলিসাৎ হয়ে যায়। মঙ্গলবার এনকাউন্টারের পর সার্চ অপারেশন আরও জোরাল করে নিরাপত্তাবাহিনী।</p>

from india https://ift.tt/F6HlRGq
via IFTTT

Post a Comment

0 Comments

SIR News: 'পূরণ করতে হবে Format-B ডিক্লারেশন ফর্ম', SIR পর্বের শেষ ধাপে এসে 'Very Urgent' নির্দেশিকা পূর্ব রেলে