Mamata Banerjee: সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি, জাতীয় স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট মমতার, 'পাক-সন্ত্রাসের বিরুদ্ধে..'

<p><strong>কলকাতা:</strong> কংগ্রেসের পর তৃণমূল, সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি। সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের । &nbsp;তিনি পোস্ট করে বলেছেন, 'বর্তমান সংঘাত, এবং তার কী অগ্রগতি, জানুক দেশবাসী। অন্য কারও আগে জানার অধিকার দেশের মানুষের'। বিশেষ প্রতিনিধিদল ফিরলেই সংসদে বিশেষ অধিবেশনের সওয়াল।'পাক-সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল'। সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তেরও প্রশংসায় তৃণমূলনেত্রী। জাতীয় স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট মমতার। <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/1r3ABMg" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>ের পোস্ট রিপোস্ট করলেন <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/aQKd1LU" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a>।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/j-hLoWxr-lQ?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="ব্র্যান্ড নেম জাল, ইঞ্জেকশনের ভায়ালে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল ১৯৮টি ট্যাবলেট !" href="https://ift.tt/6M3qFNj" target="_self">ব্র্যান্ড নেম জাল, ইঞ্জেকশনের ভায়ালে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল ১৯৮টি ট্যাবলেট !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/hYGPnQV
via IFTTT

Post a Comment

0 Comments