Fake Medicine: ব্র্যান্ড নেম জাল, ইঞ্জেকশনের ভায়ালে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল ১৯৮টি ট্যাবলেট !

<p><strong>সন্দীপ সরকার, কলকাতা:</strong> ফের দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল ও ইঞ্জেকশন। মোট ১৯৮টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে বলে তালিকা প্রকাশ করে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে ৩৩টি ওষুধ। গত মাসে বাজার থেকে বেশকিছু ওষুধ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। CDSCO রিপোর্টে দেখা যাচ্ছে একাধিক ইঞ্জেকশনের ভায়ালে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। পরিশোধিত জল দিয়ে তৈরি হয়নি বেশ কিছু ওষুধ। নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে তৈরি করা হয়েছে অনেক ওষুধ বলে অভিযোগ।</p> <p>[yt]https://youtu.be/Ddw_3wPBAGE?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="হাইকোর্টের নির্দেশের পরেও ভাঙা হল না জয়ন্ত সিংহের বাড়ি ! কামারহাটি পুরসভার দাবি, 'ভাঙার মত পরিকাঠামো নেই..'" href="https://ift.tt/adN1eXC" target="_self">হাইকোর্টের নির্দেশের পরেও ভাঙা হল না জয়ন্ত সিংহের বাড়ি ! কামারহাটি পুরসভার দাবি, 'ভাঙার মত পরিকাঠামো নেই..'</a></p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://ift.tt/DnMZGIc" width="841" height="473" /></p> <p><strong>কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে ৩৩টি ওষুধ</strong></p> <p>দেশজুড়ে এই যে ওষুধের গুণমান যাচাইয়ের পরীক্ষা, এটা প্রতিমাসে হয়। গত এপ্রিল মাসজুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাব। রাজ্য সরকারের নিয়ন্ত্রণ অধীন যে ল্যাব, সেখানে যে সকল ওষুধের নমুনা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় দেখা যাচ্ছে, সেই পরীক্ষায় দেখা যাচ্ছে যে, সারাদেশ জুড়ে ১৯৮টি ওষুধ, পরীক্ষায় পাশ করতে পারেনি। এই ১৯৮টি ওষুধের মধ্যে, আমাদের রাজ্যের আমাদের কলকাতা শহরের, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের যে ল্যাব রয়েছে, সেখানে বিভিন্ন রাজ্য থেকেও এই ল্যাবে নমুনা আসে, পরীক্ষা করা হয়।এবং সেই পরীক্ষার রিপোর্টেও দেখা যাচ্ছে, কলকাতার যে ড্রাগ টেস্টিং ল্যাব, সেখানেও গুণমান যাচাইয়ের পরীক্ষায় ৩৩ টি ওষুধ ফেল করেছে !&nbsp;</p> <p><br /><img src="https://ift.tt/QMTG3Nq" width="858" height="483" /></p> <p><br /><img src="https://ift.tt/PNF3r2V" width="864" height="486" /></p> <p><strong>CDSCO রিপোর্টে একাধিক ইঞ্জেকশনের ভায়ালে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া</strong></p> <p>কোনও কোনও ওষুধ একেবারে জাল, অর্থাৎ অন্য নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে, বানানো হয়েছে সেই ওষুধ।অর্থাৎ যেটা আসলে যেই সংস্থারই নয়। কারণ ইতিমধ্যেই সংস্থাগুলি জানিয়েছে, এটা আমাদের তৈরি ওষুধ নয়। নাম ও ব্র্যান্ড নেম জাল করে বানানো ওষুধ। কোনও কোনও ওষুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষতিকারণ ব্যাকটেরিয়া রয়েছে।এমন কি দূষিত তরল দিয়ে বানানো হয়েছে। কিছু কিছু ট্যাবলেট বা ক্যাপস্যুল খাওয়ার পর দেখা যাচ্ছে, সেটা শরীরে গিয়ে দ্রবীভূত হচ্ছে না। এরকম নানাবিধি কারণের জন্য ১৯৮টি ওষুধকে Not Standard Quality বলে ঘোষণা করেছে, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ (Central Drugs Standard Control Organisation).</p> <p><br /><img src="https://ift.tt/71Q96IN" width="905" height="509" /></p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/6M3qFNj
via IFTTT

Post a Comment

0 Comments