<p><span style="font-weight: 400;"><strong>মুম্বই:</strong> একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। এবার আইনি লড়াইয়ে মুখোমুখি অভিনেতা অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল। ‘Hera Pheri 3’ ছবি নিয়ে শুরু হল আইনি টানাপোড়েন। মাঝপথে ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পরেশকে আইনি নোটিস পাঠিয়েছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা। ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে পরেশের কাছ থেকে। সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে, অপরাধ মামলা দায়ের করা হবে বলে দেওয়া হয়েছে হুঁশিয়ারি। (Hera Pheri 3)</span></p> <p><span style="font-weight: 400;">‘Hera Pheri 3’ ছবির পরিচালক প্রিয়দর্শন। ছবিটি প্রযোজনা করছিল অক্ষয়ের সংস্থা Cape of Good Films. ছবির কিছুটা শ্যুটিংও হয়ে গিয়েছিল। তার পরই আচমকা ছবি ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা করে পরেশ। গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় বলিউডে। এভাবে ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ায় পরেশকে আইনি নোটিস পাঠিয়েছে অক্ষয়ের সংস্থা। (Bollywood News)</span></p> <p><span style="font-weight: 400;">সংবাদমাধ্যমে অক্ষয়ের সংস্থা জানিয়েছে, অগ্রিম ১১ লক্ষ টাকা নিয়ে চুক্তি করেছিলেন পরেশ। সেই মতো প্রচারে নেমে পড়েছিল Cape of Good Films. ছবির টিজারের শ্যুটিং হয়ে গিয়েছিল। ছবির শুরুর কিছুটা অংশের শ্যুটিংও করা হয়। গত ৩ এপ্রিল তিন মিনিটের টিজারের শ্যুটিং হয়, যাতে পরেশও শামিল ছিলেন। ছবি নিয়ে অক্ষয়, সুনীল এবং পরেশের মধ্যে বিশদ আলোচনাও হয়। তখনও কিছু নিয়ে আপত্তি জানাননি পরেশ। আচমকা এভাবে বেরিয়ে যাওয়ায় সবকিছু ঘেঁটে গিয়েছে। আটকে গিয়েছে শ্যুটিংও। </span></p> <p><span style="font-weight: 400;">অক্ষয়ের প্রযোজনা সংস্থা জানিয়েছে, ক্ষতিপূরণ বাবদ পরেশের কাছে ২৫ কোটি টাকা দাবি করা হয়েছে। সাত দিনের মধ্যে সেই দাবি পূরণ না হলে, পরবর্তী আইনি পদক্ষেপ করবে Cape of Good Films. সিভিল এবং ক্রিমিনাল মামলা করা থেকেও পিছপা হবে না তারা। আচমকা পরেশ ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ায় হতবাক সুনীলও। তাঁকে বলতে শোনা যায়, “আমরা দীর্ঘদিনের বন্ধু। অনেক চড়াই উতরাই দেখেছি। পরিবারের সঙ্গে এমন হয়ই। পরেশ ছাড়া ‘হেরা ফেরি’ হবে না। ছবি যদি নাও হয়, দুই বন্ধুর মধ্যে তিক্ততা দেখতে চাই না আমি। ওদের মধ্যে কোনও ঝামেলা চাই না।”</span></p> <p><span style="font-weight: 400;">ছবি ছাড়ার কারণ জানাতে গিয়ে পরেশ লিখেছিলেন, ‘সৃজনশীলতা নিয়ে কোনও মতপার্থক্য হয়নি। ছবির পরিচালক প্রিয়দর্শনকে অসম্ভব ভালবাসি আমি, শ্রদ্ধা করি এবং বিশ্বাস করি’। কিন্তু প্রিয়দর্শনও পরেশের আচরণে স্তম্ভিত। তিনি বলেন, “আমাকে কিছু জানাননি উনি, বেরিয়ে যাওয়ার কারণ জানাননি। খুব আহত হয়েছি আমি। একসঙ্গে একাধিক ছবি করেছি আমরা। ফের ওঁকে পরিচালনা করার জন্য মুখিয়ে ছিলাম।”</span></p> <p><span style="font-weight: 400;">‘Hera Pheri’ সিরিজ এমনিতেই দর্শকদের মনে বিশেষ জায়গা অধিকার করে রয়েছে। পরেশ অভিনীত ‘বাবুরাও’, অক্ষয় অভিনীত ‘রাজু’ এবং সুনীল অভিনীত ‘শ্যাম’-চরিত্রগুলির সঙ্গে একাত্ম বোধ করেন দর্শকরা। বড়পর্দায় ফের ‘Hera Pheri’ ফিরিয়ে আনতে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার থেকে ছবির স্বত্ব কিনে নিয়েছিলেন অক্ষয়। সেই মতো ছবির ঘোষণা হয় সম্প্রতি। কিন্তু শ্যুটিং শুরু হওয়ার পরই আচমকা বেরিয়ে আসেন পরেশ। ঠিক কী কারণে পরেশ ছবি থেকে সরে এসেছেন, তার সঠিক কারণ এখনও পর্যন্ত জানাননি তিনি। তবে বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে যে, ছবির জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন পরেশ, যা হজম হয়নি অক্ষয়ের। পরেশের মনে হয়েছিল, তাঁর অভিনীত 'বাবুরাও' চরিত্রটি দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে। তাই ওই পারিশ্রমিক প্রাপ্য তাঁর। কিন্তু এতে বেজায় চটে যান অক্ষয়। শেষ পর্যন্ত ছবি থেকে নিজেকে সরিয়ে নেন পরেশ।</span></p>
from india https://ift.tt/8VfHW7w
via IFTTT
0 Comments