<p><span style="font-weight: 400;"><strong>কানপুর:</strong> প্রেমিকাকে নিয়ে রেস্তরাঁয়। সবে দু’চামচ চাউমিন তুলে মুখে দিয়েছেন, তাতেই পিঠে দুমদাম কিল-ঘুষি এসে পড়ল। উত্তরপ্রদেশের কানপুরে এমনই ঘটনা ঘটল শুক্রবার। ছেলেকে প্রেমিকার সঙ্গে দেখে চড়াও হলেন মা-বাবা। ছেলে এবং তাঁর প্রেমিকাকে বেধড়ক মারধর করলেন তাঁরা। (Viral Video)</span></p> <p><span style="font-weight: 400;">কানপুরের গুজাইনি থানা এলাকায়, রামগোপাল ইন্টারসেকশনে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এলাকার একটি রেস্তরাঁয় ১৯ বছর বয়সি প্রেমিকাকে নিয়ে চাউমিন খেতে গিয়েছিলেন ২১ বছরের তরুণ। আচমকাই সেখানে চড়াও হন ওই তরুণের মা সুশীলা এবং বাবা শিবকর্ণ। (Uttar Pradesh News)</span></p> <p><span style="font-weight: 400;">পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ছেলের সম্পর্কে আপত্তি ছিল সুশীলা এবং শিবকর্ণের। তাই ছেলে এবং প্রেমিকাকে একসঙ্গে চাউমিন খেতে দেখে মেজাজ হারান তাঁরা। ছেলেকে জুতোপেটাও করতে দেখা যায় শিবকর্ণকে। অন্য দিকে, মেয়েটির চুলের মুঠি ধরেন সুশীলা। কিল-চড় কিছুই বাদ যায়নি। </span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="hi"><a href="https://twitter.com/hashtag/%E0%A4%95%E0%A4%BE%E0%A4%A8%E0%A4%AA%E0%A5%81%E0%A4%B0?src=hash&ref_src=twsrc%5Etfw">#कानपुर</a> के गुजैनी के राम गोपाल चौराहे एक मां ने अपने बेटे को गर्लफ्रेंड के साथ पकड़ लिया। फिर बेटे को बीच सड़क दबोचकर चप्पलों से जमकर पीटा। इसके बाद लड़की की भी पिटाई लगाई। मां बोली- मेरे बेटे को एक साल से फंसाकर घुमा रही है। इसने काला जादू कर दिया है। <a href="https://twitter.com/hashtag/Kanpur?src=hash&ref_src=twsrc%5Etfw">#Kanpur</a> <a href="https://twitter.com/hashtag/ViralVideos?src=hash&ref_src=twsrc%5Etfw">#ViralVideos</a> <a href="https://t.co/VljLA7yD08">pic.twitter.com/VljLA7yD08</a></p> — U NEWS UP (@UNEWSUP) <a href="https://twitter.com/UNEWSUP/status/1918409361455542427?ref_src=twsrc%5Etfw">May 2, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে মা-বাবার হাত ছাড়িয়ে স্কুটিতে চেপে পালানোর চেষ্টা করতে দেখা যায় ওই তরুণ এবং তাঁর প্রেমিকাকে। কিন্তু। মানুষের জটলায় আটকে যান তাঁরা। সেখানেও সুশীলা এবং শিবকর্ণ এসে পৌঁছন। তুমুল বচসা শুরু হয় দু’পক্ষের মধ্যে। তর্কাতর্কির মধ্যেই পায়ের জুতো খুলে ছেলে এবং তাঁর প্রেমিকাকে মারতে শুরু করেন সুশীলা। </span></p> <p><span style="font-weight: 400;">সুশীলাকে বলতে শোনা যায়, “আমার ছেলেকে ফাঁসিয়েছে। একবছর ধরে ঘুরছে। ছেলের উপর কালাজাদু করেছে এই মেয়ে।” স্থানীয়রা সুশীলাকে নিরস্ত করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।</span></p> <p><span style="font-weight: 400;">ঘটনাস্থল থেকে ওই ভিডিওটি সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছেলের সম্পর্কে যদিও বা আপত্তি থাকে, প্রকাশ্যে দুই প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে মারধর করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। স্থানীয় যাঁরা দাঁড়িয়ে গোটা দৃশ্য উপভোগ করছিলেন, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।</span></p>
from india https://ift.tt/BKLc7OX
via IFTTT
0 Comments