<p><strong>নয়াদিল্লি:</strong> ভারতের হাতে ১১ টি পাক-বায়ুসেনা ঘাটি নিকেশ হয়েছে। বলাইবাহুল্য সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও সামরিক দিক থেকে কাহিল অবস্থা পাকিস্তানের। ঠিক এমন অবস্থাতেই পাক বায়ুসেনাকে শক্তিশালী করতে পাশে দাঁড়াল চিন। একেবারে জলের দরে এবার পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের J 35 A স্টেলথ যুদ্ধবিমান দিতে চলেছে চিন। আজ্ঞে হ্যাঁ, তার কারণ প্রতিটি জেটে প্রায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে বেজিং !</p> <p>[yt]https://youtu.be/XhEkVLwZnNM?si=N3RsbbrvKEt7gAsL[/yt] </p> <p>আরও পড়ুন, <a title="গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬ কোভিড আক্রান্তের মৃত্যু ! বাংলায় আক্রান্ত হলেন কত জন ?" href="https://ift.tt/zKnSHui" target="_self">গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬ কোভিড আক্রান্তের মৃত্যু ! বাংলায় আক্রান্ত হলেন কত জন ?</a></p> <p>চলতি বছর ২০২৫ সালের অগাস্টের মধ্যে প্রথম ব্যাচ হাতে পেতে চলেছে পাক বায়ু সেনা। ৫০ শতাংশ ছাড়ে পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের J 35 A স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করছে চিন। মোট ৪০ যুদ্ধ বিমান কিনতে চলেছে ইসলামাবাদ।</p>
from india https://ift.tt/V75UYjz
via IFTTT
0 Comments