<p><strong>নয়াদিল্লি:</strong> নতুন করে হিংসা ছড়ানোর জেরে মণিপুরের একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। অশান্তি এড়াতে ইম্ফল পূর্ব, পশ্চিম, থৌবল, কাকচিং সহ বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেটরা। ইম্ফল পূর্ব, পশ্চিম, থৌবল, কাকচিং এলাকায় চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কার্ফু জারি করা হয়েছে বিষ্ণুপুর এলাকায়।</p> <p>আরও পড়ুন,<a title="পাকিস্তানকে জলের দরে যুদ্ধবিমান বিক্রি করছে চিন ! পঞ্চম প্রজন্মের J 35 A ফাইটার জেটে ৫০ শতাংশ ছাড় বেজিংয়ের" href="https://ift.tt/V75UYjz" target="_self">পাকিস্তানকে জলের দরে যুদ্ধবিমান বিক্রি করছে চিন ! পঞ্চম প্রজন্মের J 35 A ফাইটার জেটে ৫০ শতাংশ ছাড় বেজিংয়ের</a></p> <p>সম্প্রতি মণিপুরে মেইতেই সংগঠনের পাঁচ স্বেচ্ছাসেবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। শনিবার রাতে ইম্ফলের বিভিন্ন অংশে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভের নামে আগুন জ্বলে ইম্ফলের রাস্তায়। শহরের বিভিন্ন অংশে ব্যাপক তাণ্ডব চলে। </p>
from india https://ift.tt/Nx9MGOB
via IFTTT
0 Comments