Iran Israel Conflict: তীব্র হচ্ছে ইরান-ইজরায়েলের যুদ্ধ, পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে?

<p><strong>সুদীপ্ত আচার্য, ঐশী মুখোপাধ্যায়:</strong> দিনে দিনে আরও তীব্র হচ্ছে ইরান-ইজরায়েলের যুদ্ধ। তেল আভিভ, জেরুজালেম-সহ ইজরায়েলের একাধিক জায়গায় মিসাইল হামলা চালাল ইরান। পাল্টা, মিসাইলে তার কোনটা মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে ইজরায়েল, আবার, কোনটা এসে পড়েছে তেল আভিভে। আগামী দিনে ইরান-ইজরায়েল সংঘর্ষ কোন দিকে এগোবে? পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে? এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/jAh_qggaXl4?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="রজতশুভ্রকে তলবের প্রস্তুতি, 'সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হেনস্থা, পাশে আছি..', প্রতিক্রিয়া চিকিৎসকদের একাংশের" href="https://ift.tt/xHOrgU3" target="_self">রজতশুভ্রকে তলবের প্রস্তুতি, 'সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হেনস্থা, পাশে আছি..', প্রতিক্রিয়া চিকিৎসকদের একাংশের</a></p> <p>রাতের নিস্তব্ধতা খান খান করে বাজছে সাইরেন। কালো আকাশের বুক চিরে, উড়ে আসছে একের পর এক মিসাইল।সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠছে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। পাল্টা, মিসাইলে কোনটা ধ্বংস করে দিচ্ছে মাঝ আকাশে, আবার, কোনটা এসে পডছে তেল আভিভে। একই ছবি জেরুজালেমেও। শনিবার ইরানের ছোড়া একের পর এক মিসাইল মাঝ আকাশে নষ্ট করেছে ইজরায়েল।পাল্টা, মধ্য ইরানের ইসফাহান পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। এর পাশাপাশি, তাদের দাবি, হামলায় ইরানের এক শীর্ষ সেনাকর্তার মৃত্যু হয়েছে।<br />&nbsp;<br />ন-দিনে পড়ল ইরান-ইজরায়েল যুদ্ধ।সংঘর্ষ থামার কোনও লক্ষ্মণ তো নেই, উল্টে, দিনে দিনে তার তীব্রতা আরও বাড়ছে। ইতিমধ্যেই ইজরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে ইরান। তেল আভিভের অদূরে আজর শহরে এই বোমা ফেলে ইরান। এই অবস্থায়, ইরান যখন হুঁশিয়ারি দিয়ে বলছে, তারা তাদের ক্ষমতার মাত্র ৩০ শতাংশ ব্যবহার করেছে, তখন ইজরায়েল চাইছে এই যুদ্ধে আমেরিকা সরাসরি অংশ নিক। দু-সপ্তাহের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।</p> <p>আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি তাঁদের (ইরান) সময় দিচ্ছি, এবং আমি বলব, দুই সপ্তাহই হবে সর্বোচ্চ সময়। <a title="ব্রাজিল" href="https://ift.tt/6OhZoVJ" data-type="interlinkingkeywords">ব্রাজিল</a>ের রিও দ্য জেনিরো শহরে BRICS-এর বৈঠকে যোগ দিয়ে রাশিয়ার সহকারী বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইরানে হামলা না চালানোর জন্য আমেরিকাকে বলেছে রাশিয়া। কারণ, আমেরিকা হামলা করলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল হবে।এই অবস্থায়, আগামী দিনে ইরান-ইজরায়েল সংঘর্ষ কি থামবে, নাকি আরও বাড়বে? পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে? এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ইজরায়েলের হাইফা শহরেও মিসাইল হামলা চালায় ইরান। তাতে মারাত্মক ক্ষতি হয়ে একটি বহুতলের। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বহুতলও।</p>

from india https://ift.tt/KkcJ83t
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র