LIC Invests in Adani Group: আদানিদের ঋণগ্রস্ত সংস্থায় মোটা বিনিয়োগ LIC-র, সরব হলেন রাহুল গাঁধী

<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> আদানিদের সংস্থায় মোটি টাকা বিনিয়োগ Life Insurance Corporation of India (LIC)-র। সেই নিয়ে এবার সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সরকারি সংস্থার টাকা, যার সঙ্গে সাধারণ মানুষের জীবন জড়িয়ে, তা দিয়ে আদানিদের সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। (LIC Invests in Adani Group)</span></p> <p><span style="font-weight: 400;">Adani Ports and Special Economic Zone Ltd.(APSEZ)-এর সম্প্রতি প্রায় ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে LIC. দেশের অন্দরে এত মোটা অঙ্কের বন্ড আগে কখনও কেনা হয়নি। জানা গিয়েছে, LIC একাই আদানিদের বন্ড কিনেছে। গত সপ্তাহে বিষয়টি সামনে আসতেই তাই জোর চর্চা শুরু হয়েছে। আর সেই আবহেই মুখ খুললেন রাহুল। (Rahul Gandhi)</span></p> <p><span style="font-weight: 400;">সোশ্য়াল মিডিয়ায় রাহুল লেখেন, &lsquo;টাকা আপনার, পলিসি আপনার, প্রিমিয়ামও আপনার, সুরক্ষা, সুবিধা ও ফায়দা আদানির&rsquo;! জানা গিয়েছে, ১৫ বছরের জন্য Non-Convertible Debenture-এর মাধ্যমে LIC-কে বন্ড বিক্রি করেছে আদানি গোষ্ঠী। বার্ষিক ৭.৭৫ শতাংশ কুপন রেট নির্ধারণ করা হয়েছে। এই চুক্তি নিয়েই প্রশ্ন তুলেছেন রাহুল। মানুষের টাকা এভাবে আদানিদের সংস্থায় ঢালা হল কেন প্রশ্ন তুলেছেন তিনি।&nbsp;</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="hi">पैसा, पॉलिसी, प्रीमियम आपका,<br />सुरक्षा, सुविधा, फायदा अडानी का! <a href="https://t.co/7czlLG4pUd">pic.twitter.com/7czlLG4pUd</a></p> &mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1929766787538997676?ref_src=twsrc%5Etfw">June 3, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">বর্তমানে আদানি পোর্টসে ৮.০৬ শতাংশ শেয়ার রয়েছে LIC. তারাই একমাত্র আদানিদের সংস্থায় বিনিয়োগ করেছে বলে খবর। এই মুহূর্তে ঋণের মেয়াদবৃদ্ধি এবং ঋণের খরচ কমানোর জন্য সক্রিয় পদক্ষেপ করছে। বিদেশে যেমন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তেমনি তাদের কাঁধে বিপুল পরিমাণ ঋণের বোঝাও রয়েছে। তাই আদানি গোষ্ঠীতে LIC-র এই বিনিয়োগ আসলে, গৌতম আদানির সংস্থাকে অর্থনৈতিক সঙ্কট থেকে বের করে আনার পরিকল্পনা বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। গত ৩১ মার্চ পর্যন্ত পাওয়া তথ্য বলছে, আদানি পোর্টসের কাঁধে ৩৬ হাজার ৪২২ কোটি টাকার ঋণ রয়েছে।</span></p> <p><span style="font-weight: 400;">আদানিদের বন্ড কিনতে অন্য কোনও সংস্থা এগিয়ে আসেনি যেখানে, মানুষের টাকা নিয়ে LIC কেন এগিয়ে গেল, উঠছে প্রশ্ন। ঋণের দায়ে আদানি গোষ্ঠীর বন্দর সংস্থা যদি মুখ থুবড়ে পড়ে, সেক্ষেত্রে LIC-র গ্রাহকদের ক্ষতি কে পূরণ করবে, প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। সরকারি সংস্থার টাকা এখন আদানিদের &lsquo;পিগি ব্যাঙ্কে&rsquo; পরিণত হয়েছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ। সেই আবহেই মুখ খুললেন রাহুল।</span></p>

from india https://ift.tt/Sw21Qoh
via IFTTT

Post a Comment

0 Comments

PM Modi in Japan : 'কখনও হাল না ছাড়া গুণে সমৃদ্ধ', প্রধানমন্ত্রী মোদিকে দারুমা পুতুল উপহার জাপানে; কী এটি ?