Russia-Ukraine War: রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের, '৪০ রুশ যুদ্ধবিমান ধ্বংস..' !

<p><strong>নয়াদিল্লি:</strong> রুশ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল এবার ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক বিমানঘাঁটি লক্ষ করে ৫টি জায়গায় হামলা চালিয়েছে ইউক্রেন। যার জেরে একাধিক বিমানে আগুন ধরে গিয়েছে। ৪০ টিরও বেশি রুশ সামরিক বিমান ধ্বংস !</p> <p>[yt]https://youtu.be/fZdpYVAczQ0?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="নামা হল না দিল্লি, ধুলোর ঝড়ে মাঝআকাশে বিপদের মুখে ইন্ডিগোর বিমান ! দেখুন ভিডিও" href="https://ift.tt/TUIeucw" target="_self">নামা হল না দিল্লি, ধুলোর ঝড়ে মাঝআকাশে বিপদের মুখে ইন্ডিগোর বিমান ! দেখুন ভিডিও</a></p> <p>নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্তা জানিয়েছেন,এই প্ল্যান বানাতে প্রায় দেড় বছরের বেশি সময় লেগেছে ইউক্রেনের। মূলত FPV ড্রোনের মাধ্যে এই ভয়াবহ হামলাগুলি চালানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলের স্রেডনি এলাকায় রুশ সামরিক ঘাটি লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সংবাদ মাধ্যম সূত্র দাবি করেছে, এই বড়সড় মাপে আক্রমণ শানিয়েছে Ukraine's Secuirity Service. ৪০ টিরও বেশি রুশ সামরিক বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ ইউক্রেনের।</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/j5NIlAL
via IFTTT

Post a Comment

0 Comments