<p><strong>North Sikkim Landslide: </strong>টানা বৃষ্টির জেরে সিকিমে ক্রমশ তিস্তার জলস্তর বাড়ছে। জলের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ফিদাং বেইলি ব্রিজ। মাঙ্গান থেকে চুংথাঙ যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ এটি। ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ মেরামতির কাজ চলছে। গতকাল উত্তর সিকিমে ভয়াবহ ধস নামে। লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের ১৮ টি গাড়ি উদ্ধার করা হয়েছে। সিকিমের ছাতেনে প্রবল বৃষ্টির জেরে ধস। ভয়াবহ ধসে ক্ষতিগ্রস্ত ছাতেনের সেনা ঘাঁটি। ধসে মৃত্যু ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন সেনা, এক জন কুলি। উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে চার জওয়ানকে। ধসে মৃত তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৬ সেনা জওয়ান। </p> <p>একদিকে মুষলধারে বৃষ্টি, আর তার জেরে ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে তিস্তা। টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় নেমেছে ধস। প্রকৃতির রুদ্ররোষে পড়ে কার্যত তছনছ হয়ে গেছে ছবির মতো সুন্দর সিকিমের একাংশ। জলস্রোত ও কাদায় উত্তর সিকিমের লাচেনের ছাতেনে বড়সড় ক্ষতির মুখে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প। প্রাণ গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ২ জওয়ান-সহ ৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন হাবিলদার লখবিন্দর সিংহ, ল্যান্সনায়েক মুণীশ ঠাকুর ও অভিষেক লাখওয়াদা নামে এক কুলির। এখনও ৬ জওয়ান নিখোঁজ বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে। বিপত্তি আরও বেড়েছে তিস্তার ওপর থাকা ফিডাং বেইলি ব্রিজে বড়সড় অংশের ক্ষতি হওয়ায়। </p> <p>মঙ্গন থেকে চুংথাঙে যেতে গেলে নির্ভর করতে হয় এই সেতুটির ওপর। ফলে সমস্যায় পড়েছেন পর্যটক থেকে এলাকার বাসিন্দারা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ফিডাং বেইলি ব্রিজের মেরামতির কাজ। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, গ্যাংটক, নামচি, সোরেং-সহ উত্তর সিকিমের একাধিক জায়গা থেকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে পর্যটকদের। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি হাত লাগিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। দুর্যোগ ও লাগাতার ধসের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ চালানায় রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে। আপাতত সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে ANI সূত্রে খবর। </p> <p>দক্ষিণবঙ্গের আবহাওয়া </p> <p>আর্দ্রতাজনিত চরম অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বেলা বাড়লেই ভ্যাপসা গরম, হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। গোটা সপ্তাহ জুড়ে এই অস্বস্তি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন থেকে চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে আজও একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। </p>
from india https://ift.tt/R4ad01F
via IFTTT
0 Comments