Uttarakhand Helicopter Crash: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাইলট স্বামী, সেনার উর্দি পরে শেষকৃত্যে স্ত্রী, হাঁটলেন কফিনের সামনে

<p><span style="font-weight: 400;"><strong>জয়পুর:</strong> হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন স্বামী। সেনার ইউনিফর্ম পরেই শেষযাত্রায় অংশ নিলেন স্ত্রী। হৃদয়বিদারক দৃশ্য উঠে এল রাজস্থান থেকে। গত ১৫ জুন উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান সাত জন। ছয় পুণ্যার্থীর পাশাপাশি, বিমানের পাইলট, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীর সিংহ চৌহানও মারা যান। মঙ্গলবার জয়পুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। সেখানে ভেঙে পড়লেন স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল দীপিকা চৌহান ভেঙে পড়লেন। সেনার উর্দি পরেই স্বামীর শেষকৃত্যে অংশ নিতে দেখা গেল তাঁকে। (Uttarakhand Helicopter Crash)</span></p> <p><span style="font-weight: 400;">অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীরের শেষকৃত্যের ভিডিও সামনে এসেছে, তাতে স্বামীর কফিনের একেবারে অগ্রভাগে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল দীপিকাকে। তাঁর পরনে ছিল সেনার উর্দি। হাতে ধরা ছিল ফ্রেমে বাঁধানো স্বামীর ছবি। কাঁদতে কাঁদতেই স্বামীর কফিনের সামনে হেঁটে যাচ্ছিলেন তিনি। পরিবারের এক সদস্যা তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন। পরিবারের সদস্যরা ছাড়াও, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সহকর্মীরা শেষযাত্রায় অংশ নেন এদিন। (Rajveer Chauhan Last Rites)</span></p> <p><span style="font-weight: 400;">অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীরের শেষকৃত্যে উপস্থিত ছিলেন রাজস্থানের মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরও। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, &ldquo;শ্রদ্ধা জানাতে এসেছি আমি। এত কম বয়সে চলে গেলেন। তার পরও মায়ের শক্তিকে কুর্নিশ। ওঁর মুখে &lsquo;বন্দে মাতরম&rsquo;, &lsquo;ভারত মাতা কি জয়&rsquo; ধ্বনি শুনলাম। এমন মায়েদের জন্যই ভারত এত মজবুত। উনি একজন সাহসী অফিসার ছিলেন। দুই সন্তানকে রেখে গিয়েছেন। পরিবারের সকলকে শক্তি দিন ঈশ্বর, তাঁরা যেন এই ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।&rdquo;</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Jaipur, Rajasthan: Lt Colonel Rajveer Singh Chauhan (Retd) was one of the seven people who died in a helicopter crash in Kedarnath, Uttarakhand on June 15. <br /><br />Visuals from Shastri Nagar as his wife, Lt Colonel Deepika Chauhan, Rajasthan Minister Rajyavardhan Singh Rathore&hellip; <a href="https://t.co/iudUvCoHhM">pic.twitter.com/iudUvCoHhM</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1934823372229153155?ref_src=twsrc%5Etfw">June 17, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">১৫ জুন উত্তরাখণ্ডের কেদারনাথ রুটে ভেঙে পড়ে হেলিকপ্টার। ছয় পুণ্যার্থী সওয়ার ছিলেন কপ্টারে, যার মধ্যে ২৩ মাসের এক শিশুও ছিল। কপ্টার ওড়াচ্ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীর। ১৪ বছর দেশসেবার পর অতি সম্প্রতিই ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি।অবসরের আগে সেনার এভিয়েশন কর্পসের অংশ ছিলেন। মোতায়েন ছিলেন পাঠানকোটে। অবসরের পর Aryan Aviation Pvt. Ltd-এ পাইলট হিসেবে কাজে যোগ দেন।</span></p> <p><span style="font-weight: 400;">২০১১ সালে বিয়ে করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীর। প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবনের পর চার মাস আগেই যমজ সন্তানের জন্ম দেন স্ত্রী, লেফটেন্যান্ট কর্নেল দীপিকা। ৩০ জুন দুই সন্তানের জন্য বড় অনুষ্ঠান করার কথাও ছিল তাঁদের। ২৫ জুন থেকে ছুটিতে থাকার কথা ছিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীরের। কিন্তু তার আগেই তাঁর নিথর দেহ পৌঁছল বাড়িতে। উত্তরাখণ্ডের হেলিকপ্টার দুর্ঘটনায় খারাপ আবহাওয়ার তত্ত্ব উঠে এলেও, এই দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে। চারধাম যাত্রাকে ঘিরে যে বেসরকারি উড়ান পরিষেবা শুরু হয়েছে, তাতে নিয়ম কানুনের তোয়াক্কা করা হয় না, সর্বোচ্চ চারজন যাত্রী তোলার অনুমতি থাকলেও, সেই সংক্রান্ত বিধিনিষেধ মানা হয় না বলে অভিযোগ রয়েছে।</span></p>

from india https://ift.tt/BZIqY7T
via IFTTT

Post a Comment

0 Comments