<p><strong>নয়াদিল্লি :</strong> প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নতুন করে নিশানা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। একইসঙ্গে বিঁধালেন বিদেশ মন্ত্রককেও। কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সঙ্গে সঙ্গে টানলেন দিলজিৎ দোসাঞ্জের সিনেমায় পাকিস্তানি অভিনেতার থাকা নিয়ে ওঠা বিতর্কও।</p> <p>বিদেশ মন্ত্রকের সমালোচনার জবাবে মান বলেন, "এটা কী ধরনের বিদেশ নীতি তা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিকার কি আমাদের নেই ? আমাদের কারা সমর্থন করেছে ? আপনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন কেন ?" কোনও কূটনৈতিক কারণ ছাড়াই এদেশ, ওদেশ ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী, যার কোনও ফলও পাওয়া যায় না বলে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর কথায়, "প্রধানমন্ত্রী এমন অনেক দেশ যাচ্ছেন যেগুলোর আমরা নামও জানি না। এইসব ছোট দেশগুলো থেকে সম্মান গ্রহণ করছেন। যখন কোনও JCB নিয়ে কাজ শুরু করা হয় তখনও একই সংখ্যক লোক জড়ো হন এখানে।"</p> <p>প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরকে উপহাস করে সাম্প্রতিক মন্তব্যের জন্য বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর তীব্র সমালোচনা করেছে বিদেশ মন্ত্রক (MEA)। এই মন্তব্যকে "দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক" বলে অভিহিত করেছে মন্ত্রক। মানের নাম না করেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "গ্লোবাল সাউথের বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আমরা একজন উচ্চপদস্থ রাজ্য কর্তৃপক্ষের কিছু মন্তব্য দেখেছি। এই মন্তব্যগুলি দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক এবং রাজ্য কর্তৃপক্ষের পক্ষে শোভনীয় নয়।"</p> <p>শুধু তা-ই নয়, এ ধরনের সফর ঘিরে সরকারের প্রচারকেও উপহাস করেছেন মান। বলেন, "এরকম বিজ্ঞাপন আসছে যে মোদি দুই দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন। তাহলে প্রধানমন্ত্রী কেন পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে সমস্যার সমাধান করতে পারছেন না ?" এরপরই ২০১৫ সালে প্রধানমন্ত্রীর হঠাৎ পাকিস্তান সফরের প্রসঙ্গ তুলে বলেন, "কখনো কখনো আমন্ত্রণ ছাড়াও অনেক দেশে চলে যান প্রধানমন্ত্রী। পাকিস্তানে যেমন বিরিয়ানি খেতে গিয়েছিলেন। আমরা পাকিস্তান যেতে পারি না, কিন্তু প্রধানমন্ত্রী পারেন।"</p>
from india https://ift.tt/JPondsi
via IFTTT
0 Comments