North 24 Parganas News: 'স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক..', মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে যেভাবে পাওয়া গেল রাজ্যের পরিযায়ী শ্রমিককে !

<p><strong>সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:</strong> মহারাষ্ট্রের নভি মুম্বইয়ের ভাসিতে খুন রাজ্যের পরিযায়ী শ্রমিক ! ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আবু বক্কর সিদ্দিকির দেহ উদ্ধার করা হয়েছে। খুনের অভিযোগ ধৃত মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/-Z0LK6rKkpc?si=jWHTm3JpSV5PC9Yc[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="নিম্নচাপের মাঝেই অমাবস্যার কোটাল, উত্তাল নদী ও সমুদ্র, গঙ্গাসাগরে স্নানে নেমে তলিয়ে গেল উত্তরপ্রদেশের বাসিন্দা !" href="https://ift.tt/d3ElevH" target="_self">নিম্নচাপের মাঝেই অমাবস্যার কোটাল, উত্তাল নদী ও সমুদ্র, গঙ্গাসাগরে স্নানে নেমে তলিয়ে গেল উত্তরপ্রদেশের বাসিন্দা !</a></p> <p>বাড়ি থেকে কিছুটা দূরে পরিযায়ী শ্রমিকের বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতেন নিহত আবু বক্কর সিদ্দিকি। গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। গতকাল রাতে বাদুড়িয়ার বাড়িতে পরিযায়ী শ্রমিকের দেহ ফিরেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন পরিবারের লোকেরা। খুনের অভিযোগ ধৃত মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক।</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/CGPMj4d
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা