Odisha News: সোফার মধ্যে থরে থরে ৫০০-র বান্ডিল ! ওড়িশায় ফের বনাধিকারিকের বাড়িতে টাকার পাহাড়

<p><strong>কোরাপুট (ওড়িশা) :</strong> কেওনঝড়ের পর এবার ওড়িশার কোরাপুট। এবার কোরাপুটের জয়পুরের ডেপুটি রেঞ্জার রামচন্দ্র নায়কের বাড়িতে মিলল হিসেব বহির্ভূত টাকার পাহাড়! থরে থরে রাখা ৫০০ টাকার বান্ডিল। এই বিপুল সম্পত্তির উৎস কী, তা জানতে বনাধিকারিককে জিজ্ঞাসাবাদ করছেন ওড়িশার ভিজিল্যান্স বিভাগের আধিকারিকরা।</p> <p>যাকে বলে, টাকার পাহাড় ! সোফার মধ্যে থরে থরে রাখা ৫০০ টাকার বান্ডিল। লকার খুলতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। সেই সঙ্গে সোনার বিস্কুট, ও সোনার টাকা!কেওনঝড়ের পর এবার ওড়িশার কোরাপুট। আরও এক বনাধিকারিকের বাড়িতে মিলল হিসেব বহির্ভূত টাকার পাহাড়!</p> <p>রামচন্দ্র নায়ক। ওড়িশা প্রশাসন সূত্রে খবর, কোরাপুট জেলার জয়পুর অরণ্যে ডেপুটি রেঞ্জারের পদে নিযুক্ত রয়েছেন তিনি। খবর পেয়ে, শুক্রবার তাঁর জয়পুরের বাড়ি, ২টি ফ্ল্যাট ভুবনেশ্বরে ভাইয়ের ফ্ল্যাট, জয়পুরের শ্বশুরবাড়ি ও অফিসে হানা দেয় ওড়িশার ভিজিল্যান্স বিভাগ। &nbsp;জয়পুরের গোল্ডেন হাইটস আবাসনের ৫১০ ফ্ল্যাটে পাওয়া যায় কোটি কোটি নগদ টাকা। টাকা গোনার জন্য আনা হয় য়ন্ত্র। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান। নগদ ছাড়াও, ফ্ল্যাট থেকে ৪টি সোনার বিস্কুট এবং ১০ গ্রাম ওজনের ১৬টি সোনার মুদ্রাও উদ্ধার করা হয়েছে।&nbsp;</p> <p>কোরাপুট বিভাগের ভিজিল্যান্স SP রবীন্দ্রকুমার পান্ডা বলেন, "দেড় কোটি টাকার আশপাশে হার্ড ক্যাশ উদ্ধার হয়েছে। সোনার ওজন এখনও করা হয়নি। মনে হচ্ছে, এক কেজির আশপাশে হবে। রুপোর বাসন ও গয়না মিলিয়ে ২-৩ কেজি হবে।" এই বিপুল সম্পত্তির উৎস কী, জানতে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বনাধিকারিককে।</p> <p>গত সপ্তাহেই ওড়িশার কেওনঝড়ে এক ডিভিশনাল ফরেস্ট অফিসারের বাড়ি-সহ সাত জায়গায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় টাকা, গয়না, আগ্নেয়াস্ত্র।</p> <p>গত মে মাসেও ওড়িশায় টাকার পাহাড়ের হদিশ মেলে। অনেকটা বলিউডের কোনো চিত্রনাট্যের মতো। নিজের অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ৫০০ টাকার নোটের বান্ডিল ছুড়ছিলেন এক ব্যক্তি। ওড়িশার ভুবনেশ্বরের ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। ওই ব্যক্তি ওড়িশার সরকারি কর্মচারী বৈকুণ্ঠ নাথ সারঙ্গি। তিনি রাজ্য গ্রামীণ উন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার। দুর্নীতি ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁর কাছ থেকে ২ কোটির বেশি নগদ টাকা উদ্ধার করা হট। ভিজিল্যান্স দফতরের আধিকারিকরা অঙ্গুল, ভুবনেশ্বর ও পুরীর পিপিলি-সহ ওড়িশার মোট সাত জায়গায় তল্লাশি চালিয়ে ২.১ কোটি টাকা নগর উদ্ধার করেন। নাটকীয় মোড় নেয় তল্লাশি অভিযান। ভিজিল্যান্স আধিকারিকরা যখন অভিযুক্ত চিফ ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটে পৌঁছান, তখন তিনি জানালা দিয়ে নোটের বান্ডিল ছুঁড়ে ফেলার চেষ্টা করছিলেন। পরে অবশ্য প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে বান্ডিলগুলি উদ্ধার করা হয়।&nbsp;</p>

from india https://ift.tt/VhB5yvc
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: নিজের মৃত্যুর খবর ছড়াতে আরেকজনকে পুড়িয়ে মারলেন যুবক ! কাল হল বান্ধবীকে মেসেজ করা