<p><strong>নয়াদিল্লি:</strong> সংবাদ সংস্থা রয়টার্সের X হ্যান্ডল আপাতত বন্ধ ভারতে। মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ গিয়ে আর খোলা যাচ্ছে না, তাদের হ্যান্ডল বা কোনও পোস্ট। X-এর তরফে কারণ হিসেবে লেখা হয়েছে, 'আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই হ্যান্ডলটি ভারতে বন্ধ করার দাবি জানানো হয়েছিল। সেই মতো আপাতত রয়টার্সের হ্যান্ডলটি বন্ধ রাখা হয়েছে'। তাহলে কি ভারত সরকারের দাবি মেনেই হ্যান্ডলটি ভারতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে X? কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যদিও সেই অভিযোগ অস্বীকার করছে। (Reuters News)</p> <p>Deccan Herald জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, <span style="font-weight: 400;">Operation Sindoor সংক্রান্ত পোস্ট নিয়ে যে কয়েকশো X হ্যান্ডল ব্লক করতে বলা হয়েছিল, তার মধ্যে রয়টার্সের X হ্যান্ডলটিও ছিল। সেই মতো বহু হ্যান্ডল ভারতে বন্ধ হয়ে গেলেও, এতদিন রয়টার্সের হ্যান্ডলটি চালু ছিল। হতে পারে এতদিন পর সেই দাবি মেনে পদক্ষেপ করেছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা X. তবে এখন আর তেমন বিধিনিষেধ নেই। তাই কেন হঠাৎ রয়টার্সের X হ্যান্ডল ব্লক করা হল, বোঝা যাচ্ছে না। এ নিয়ে X-এর কাছে জবাব চাওয়া হয়েছে। (Reuters X Account Withheld in India)</span></p>
from india https://ift.tt/Lq0tXCn
via IFTTT
0 Comments