Train Fire Incident: ডিজেল নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলে উঠল মালগাড়ি ! ট্রেন চলাচল ব্যাহত এই লাইনে..

<p><strong>নয়াদিল্লি:</strong> তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে লাইনচ্যুত হওয়ার পর মালগাড়িতে ভয়াবহ আগুন। মালগাড়িতে করে ডিজেল নিয়ে যাওয়া হচ্ছিল। দাহ্য পদার্থ বোঝাই থাকায় বিস্ফোরণ হয়। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা মালগাড়ি। অগ্নিকাণ্ডের জেরে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এর জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/HZsz1_lqJFQ?si=e6JhUGyTUe_r1JsU[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল পঞ্চায়েত সদস্যের ছেলের..', মালদায় জন্মদিনের পার্টিতে TMC নেতাকে 'খুনে' গ্রেফতার দলেরই ৪ জন !" href="https://ift.tt/5qVcwAE" target="_self">'তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল পঞ্চায়েত সদস্যের ছেলের..', মালদায় জন্মদিনের পার্টিতে TMC নেতাকে 'খুনে' গ্রেফতার দলেরই ৪ জন !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/QB0vm74
via IFTTT

Post a Comment

0 Comments

SIR News: 'পূরণ করতে হবে Format-B ডিক্লারেশন ফর্ম', SIR পর্বের শেষ ধাপে এসে 'Very Urgent' নির্দেশিকা পূর্ব রেলে