124 Year Old Voter Minta Devi: বিহারের ভোটার তালিকায় তাঁর বয়স ১২৪ ! সংসদ চত্বরে সেই ভোটারের ছবি দেওয়া টি-শার্ট পরে প্রতিবাদ, এবার সেই মিনতা দেবীর নিশানায় রাহুল-প্রিয়াঙ্কা

<p><strong>নয়াদিল্লি:</strong> ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে আজ সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিরোধী জোট ইণ্ডিয়া। হাতে ছিল ব্যানার। তাতে লেখা 'চুপিচুপি ভোটের কারচুপি।' কারও হাতে আবার 'ভোট চুরি' লেখা ব্যানার। এই অবধি প্রতিবাদের ভাষা একই ছিল। মূলত চোখ টানে অন্য কিছুতে। মূলত এদিন প্রিয়াঙ্কাদের বিশেষ একটি বিশেষ টি শার্ট পরে প্রতিবাদ করতে দেখা যায়। বিরোধীদের প্রত্যেকেরই সেই টিশার্টে লেখা, মিনতা দেবীর নাম। সঙ্গে রয়েছে তাঁর ছবিও। কিন্তু কে এই মিনতা দেবী ? কেনই বা ওই টিশার্ট পরে তারা প্রতিবাদ জানিয়েছেন ? মূলত বিহারের ভোটার তালিকায় পাওয়া গিয়েছে এই ভোটারের নাম। আর &nbsp;তথ্য় গত হিসেবে যার বয়স লেখা ১২৪ বছর ! আর এই ইস্যুতে সম্প্রতি সরব হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর এবার সংবাদ সংস্থা এএনআই-র বিশেষ সাক্ষাৎকারে সেই মিনতা দেবীই রাহুলকে ছুঁড়ে দিলেন প্রশ্ন। করলেন ক্ষোভ প্রকাশ। ভেঙে পড়লেন কান্নায়।</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | INDIA bloc MPs protested over SIR today by wearing T-shirts featuring the name Minta Devi, a voter allegedly listed as 124 years old in the EC's voter list.<br /><br />In Siwan, Bihar, Minta Devi says, "...I came to know about this 2-4 days back...Who are they (Opposition MPs) to&hellip; <a href="https://t.co/DiTUmvQXUj">pic.twitter.com/DiTUmvQXUj</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1955277398511124940?ref_src=twsrc%5Etfw">August 12, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>[yt]https://youtu.be/TSRcJeRPjic?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড', নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/sNQ1b3t" target="_self">'নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড', নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট</a></p> <p>এদিন সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মিনতা দেবী বলেন, দুই-চারদিন আগে বিষয়টা আমি জানতে পারি, যে আমি ১২৫ বছর বয়সী হয়ে গিয়েছি। কিন্তু মিডিয়া কী জানতে পেরেছে কে জানে, ওরা তো বলতে পারে একটু, কত বয়স আমার, কত বছর বয়স দেখাচ্ছে আমাকে ?! প্রিয়াঙ্কা গান্ধী-রাহুল গান্ধী কে হন আমার ? আমার নাম লেখা এবং আমার ছবি দেওয়া টি শার্ট কেন পরেছেন ওরা ? কে অধিকার দিয়েছে ওনাকে ? কেন বাড়িয়ে দেওয়া হয়েছে, আমার বয়স ? কে বলেছে আমার বয়স বাড়াতে ?&nbsp;</p> <p><strong>প্রশ্ন :</strong> আপনার মনে হয় কি কোনও গন্ডোগোল হয়েছে ?</p> <p><strong>মিনতা দেবী :</strong> আমি যখন গন্ডোগোল তৈরি করিনি, আমি তাহলে কী করে বলব ? যে করেছে, সে বুঝি জানতে পারছে না ?!</p> <p><strong>প্রশ্ন : </strong>আপনার কী মনে হয় ?</p> <p><strong>মিনতা দেবী :</strong> আমার তো মনেই হচ্ছে, গন্ডোগোল হয়েছে।...&nbsp;&nbsp;</p> <p><strong>প্রশ্ন :</strong>কারও ফোন পেয়েছেন এতক্ষণে ?</p> <p><strong>মিনতা দেবী :</strong> না। কারও ফোন আসেনি।</p> <p><strong>প্রশ্ন :</strong>সরকারের থেকে কী চাইছেন ?</p> <p><strong>মিনতা দেবী :</strong> আমি সরকারের কাছে এই দাবিই জানাচ্ছি, যে কাজটাই হয়ে থাকুক না কেন , আমি এর জন্য দায়ী নই। যেই ভুল করুন..এই সব চর্চা করুক, তাঁদেরকেই প্রশ্ন করা হোক। আমি এ সম্বন্ধে কিছুই জানি না।</p> <p><strong>প্রশ্ন : </strong>কিন্তু ওরা তো দাবি জানিয়েছেন, এটা আপনার জন্যই করা হচ্ছে। যাতে আপনার সঠিক বয়স জানানো হয়।&nbsp;</p> <p><strong>মিনতা দেবী :</strong> আমার বয়স নিয়ে উনি এত শুভাধ্যায়ী কেন হতে যাচ্ছেন ? উনি আমার কে হন ? ওনাকে কে অধিকার দিয়েছে, আমার বিরুদ্ধে লড়ার ? আমি জানতে চাই।</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/lfJ4K1d
via IFTTT

Post a Comment

0 Comments