Bilawal Bhutto: ভারতকে যুদ্ধের হুমকি? উস্কানিমূলক মন্তব্য পাকিস্তানের বিলাবল ভুট্টোর, বললেন, ‘ছ’টি নদীই ছিনিয়ে নিতে পারি’

<p><strong>নয়াদিল্লি</strong><span style="font-weight: 400;"><strong>:</strong> ভারতকে এবার সরাসরি যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টো জারদারি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাধারণ মানুষকে একজোট হতে আহ্বান জানালেন তিনি। তাঁর দাবি, &lsquo;অপারেশন সিঁদুর&rsquo; ও সিন্ধু জলচুক্তি স্থগিত রেখে পাকিস্তানের বড় ক্ষতি করেছে ভারত। এই অবস্থা চলতে থাকলে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া ছাড়া উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। (Bilawal Bhutto)</span></p> <p><span style="font-weight: 400;">সোমবার সিন্ধে দেশের সংস্কৃতি মন্ত্রক আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা করেন বিলাবল। আর সেখান থেকেই ভারতের বিরুদ্ধ কার্যত যুদ্ধের হুঙ্কার দেন তিনি। বিলাবল বলেন, &ldquo;নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার যে আচরণ করছে, তাতে পাকিস্তানের বিরাট ক্ষতি হয়েছে। আমাদের একজোট হওয়া উচিত। প্রধানমন্ত্রী মোদি এবং এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের।&rdquo; (India-Pakistan Tensions)</span></p> <p><span style="font-weight: 400;">পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত দেখা দেয়, তাতে ইতি পড়লেও, টানাপোড়েন এখনও অব্যাহত। সিন্ধু জলচুক্তি এখনও পর্যন্ত স্থগিতই রেখেছে ভারত। সেই নিয়ে বিলাবলের বক্তব্য়, &ldquo;আপনাদের (পাকিস্তানি নাগরিক) যুদ্ধে যাওয়ার যথেষ্ট শক্তি রয়েছে, ছয়টি নদীই ফিরিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। ভারত এই অবস্থান বজায় রাখলে, আমাদেরও সব ধরনের পদক্ষেপ করা ছাড়া উপায় থাকবে না, দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে যুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না।&rdquo;</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Bilawal Bhutto requests Pakistani people to unite against Modi, bcz of the damage India did to Pakistan.<br /><br />Threatens war against India if India continues to put Indus Water Treaty on hold.<br /><br />In India, opposition is asking what did Modi do to Pakistan? <a href="https://t.co/VwZuLb5Cc6">pic.twitter.com/VwZuLb5Cc6</a></p> &mdash; Ankur Singh (@iAnkurSingh) <a href="https://twitter.com/iAnkurSingh/status/1954957600174616960?ref_src=twsrc%5Etfw">August 11, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত পর্ব ঘিরেও যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করেন। কিন্তু বিলাবলের দাবি, &ldquo;আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু আপনারা যদি সিঁদুরের মতো হামলা চালানোর কথা ভাবতে পারেন, তাহেল জেনে রাখুন, পাকিস্তানের প্রত্যেক প্রদেশের মানুষ আপনাদের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত-আর সেই যুদ্ধে আপনাদের হার নিশ্চিত। আমরা মাথা নোয়াব না।&rdquo;</span></p> <p><span style="font-weight: 400;">সংঘাত পরিস্থিতির পর থেকে পাকিস্তানের উদ্দেশে কোনও প্ররোচনামূলক মন্তব্য করেনি ভারত। কিন্তু পাকিস্তান উল্টো পথে হাঁটছে। একদিন আগেই, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্য ছিল, &ldquo;আমরা পরমাণু শক্তিধর রাষ্ট্র। যদি মনে হয় আমরা ডুবছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়েই ডুবব।&rdquo; সিন্ধু নদীর উপর ভারতীয় যাবতীয় পরিকাঠামো ধ্বংস করার হুঁশিয়ারিও দেন তিনি। আর তার পরই বিলাবল যুদ্ধের হুমকি দিলেন।</span></p> <p><span style="font-weight: 400;">১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় সিন্ধু, ঝিলম এবং চন্দ্রভাগা নদীর জল ব্যবহারের অনুমতি রয়েছে পাকিস্তানের। ভারত ইরাবতী, শতদ্রু ও বিপাশার জল ব্যবহার করতে পারে। ছয়টি নদী ছিনিয়ে নেওয়ার কথা বলে বিলাবল সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।</span></p>

from india https://ift.tt/hyQ0pfE
via IFTTT

Post a Comment

0 Comments