<p>Accident News: দ্রুত গতিতে আসা ট্রাক ধাক্কা মেরেছে স্ত্রীকে। গুরুতর ভাবে আহত হয়েছেন তিনি। পড়ে রয়েছেন রাস্তায়। আর পাগলের মতো আশপাশের সকলের থেকে সাহায্যের ভিক্ষা চাইছেন স্বামী। নাগপুরের রাস্তায় দেখা গিয়েছে এমনই দৃশ্য। তবে এ হেন মর্মান্তিক দুর্ঘটনার পরেও ওই দম্পতিকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউ। অবশেষে স্ত্রী'র নিথর দেহ নিজের মোটরবাইকে বেঁধেই রওনা দেন স্বামী। মর্মান্তিক এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অমিত যাদব। স্ত্রী'র দেহ বাইকে বেঁধে নাগপুর-জব্বলপুর জাতীয় সড়কের উপর দিয়েই রওনা দিয়েছিলেন ওই ব্যক্তি। যে ভিডিও ভাইরাল হয়েছে তা পুলিশই তুলেছে বলে জানা গিয়েছে। জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির মোটরবাইক পুলিশের নজরে আসে। তৎক্ষণাৎ দাঁড় করানো হয় বাইকটিকে। </p> <p>পুলিশ সূত্রে খবর, গত ৯ অগস্ট রাখীর দিন এই দুর্ঘটনা ঘটেছে। বছর ৩৫- এর অমিত এবং তাঁর স্ত্রী নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের করনপুরে যাচ্ছিলেন। মোরফাটা এলাকার কাছে দ্রুত গতিতে আসা একটি ট্রাক অমিতের বাইকে সজোরে ধাক্কা মারে। মোটরবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান অমিতের স্ত্রী। তারপরেও থামেনি ওই ট্রাকটি। যুবতীর শরীরের উপর দিয়েই সজোরে চালিয়ে দিয়ে এলাকা ছেড়ে দ্রুত পালিয়ে যায় ট্রাকটি। রাস্তার উপর দিয়ে যাঁরা যাচ্ছিলেন, তাঁদের সকলের থেকে সাহায্য চেয়েছিলেন অমিত। স্ত্রী'কে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। কিন্তু পথচলতি একটি গাড়িও দাঁড়ায়নি, জানিয়েছে পুলিশ। </p> <p>কারও থেকে কোনও সাহায্য না পেয়ে অগত্যা স্ত্রী'র দেহ বাইকের সঙ্গে বেঁধে মধ্যপ্রদেশে গ্রামের দিকে রওনা দেন আমিত যাদব। রাস্তাতেই মৃত্যু হয় অমিতের স্ত্রী'র। তাঁকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য সাহায্য না পেয়ে, অবশেষে স্ত্রী'র দেহ বাইকে বেঁধে নিয়ে যাওয়াই স্থির করেন। রাস্তায় তাঁদের দেখতে পেয়ে দাঁড় করায় পুলিশের গাড়ি। পুরো ঘটনা জানার পর পুলিশ মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই মর্মে মামলাও রুজু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বাকি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। নাগপুরের লোনারা জেলার বর্তমান বাসিন্দা হলেও আদতে তাঁরা মধ্যপ্রদেশের সেওনি-র বাসিন্দা। নাগপুর থেকে মধ্যপ্রদেশ যাওয়ার সময় রাস্তাতেই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। </p>
from india https://ift.tt/cJ7dg4q
via IFTTT
0 Comments