<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপর রুষ্ট তিনি। চড়া হারে শুল্ক এবং জরিমানা চাপানোর ঘোষণা করেছেন। একবার ফের ভারতকে নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লির তরফে রাশিয়ার থেকে তেল কম কেনার ভাবনাচিন্তা চলছে বলে রিপোর্ট সামনে এসেছে। জানালেন, সেই খবর তাঁর কানেও উঠেছে। (Donald Trump)</span></p> <p><span style="font-weight: 400;">১ অগাস্ট থেকে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক এবং জরিমানা তথা পেনাল্টি চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প। তাঁর এই ঘোষণায় দেশের তাবড় সংস্থা থেকে ছোট ব্যবসায়ীদের বিপুল ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা। এমনকি দেশের অভ্য়ন্তরীণ মোট উৎপাদনেও এর প্রভাব পড়বে বলে উদ্বিগ্ন বিশেষজ্ঞদের অনেকে। (US Tariff on India)</span></p> <p><span style="font-weight: 400;">ট্রাম্পের শুল্ক-শাস্তির সামনে যদিও ভারত নিজের অবস্থানে অনড় থাকার কথাই জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতই ঠিক করবে। কোনও তৃতীয় দেশের হস্তক্ষেপ মানা যাবে না তাতে। ভারত এবং রাশিয়া যে পরস্পরের দীর্ঘ সময়ের বন্ধু, সেকথাও জানান তিনি। </span></p> <p><span style="font-weight: 400;">কিন্তু এর মধ্যেই খবর আসতে শুরু করেছে যে, রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি চিন্তাভাবনা করে দেখছে ভারত। রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে আনা হতে পারে। তাঁর কানেও সেকথা গিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমি যা বুঝলাম, ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। আমি তো তেমনই শুনলাম। ঠিক না ভুল জানি না। তবে এটা ভাল পদক্ষেপ। দেখি কী করে।” ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করলেও, এখনও পর্যন্ত রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর জরিমানার অঙ্ক ধার্য করেনি আমেরিকা। সেই টাকার অঙ্ক জানতে চাওয়াতেই মন মন্তব্য করেন তিনি।</span></p> <p><span style="font-weight: 400;">দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন ট্রাম্প। সেই নিয়ে তাঁর সরকারের প্রতিনিধিরা বার বার হুঁশিয়ারিও দিয়েছেন। তবে সম্প্রতি হঠাৎই ভারতের উপর ২৫ শতাংশ হারে শুল্ক এবং জরিমানা চাপানোর ঘোষণা করেন ট্রাম্প। তেল বিক্রির টাকাতেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। যদিও ভারতের যুক্তি ছিল, রাশিয়ার থেকে তেল কেনা কোনও রাজনৈতিক কৌশল নয়, বরং এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থ নির্ভর, বাজার নির্ভর। </span></p> <p>কিন্তু বিভিন্ন রিপোর্ট বলছে, গত সপ্তাহ থেকেই ভারতের অধিকাংশ তৈল শোধনাগারগুলি ইতিমধ্যেই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে।পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তেল আমদানি করা তৃতীয় দেশ ভারত। ভারত রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, Indian Oil Corp, Hindustan Petroleum Corp, Bharat Petroleum Corp, Mangalore Refinery Petrochemical Ltd, গত সপ্তাহ থেকেই আর রাশিয়ার থেকে তেল কিনছে না।</p>
from india https://ift.tt/RWaAShc
via IFTTT
0 Comments