<p><strong>শিবাশিস মৌলিক, বাঁকুড়া:</strong> উত্তরপ্রদেশের ধাঁচে এবার এরাজ্যেও 'বুলজোজার' হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বঙ্গে বিজেপি সরকারে এলে বাংলাদেশি মুসলমানদের নিয়ে তাদের পদক্ষেপ কী হবে? ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রসঙ্গ তুলে, স্পষ্ট হুঁশিয়ারি শোনা গেল বিরোধী দলনেতার মুখে। </p> <p>[yt]https://youtu.be/F2OGCvgHY0c?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" 'উঠেছে পিচ..', খানাখন্দ, জল জমে ভয়াবহ অবস্থা কলকাতার EM বাইপাসে ; ভোগান্তি চরমে, কী বললেন মেয়র ?" href="https://ift.tt/mubCPFJ" target="_self"> 'উঠেছে পিচ..', খানাখন্দ, জল জমে ভয়াবহ অবস্থা কলকাতার EM বাইপাসে ; ভোগান্তি চরমে, কী বললেন মেয়র ?</a></p> <p>বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রথমে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। তারপর সরকারে এলে বাংলাদেশী মুসলমানদের বুলডোজারে বসিয়ে কাঁটাতারের ওপারে ছুড়ে ফেলা হবে। কবে এরাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হবে তার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে এই নিয়ে আশাবাদী বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, কমিশন কী করবে আমরা বলতে পারব না। তবে যারা নাগরিক নয় বাইরে যাবে। আমরা আশাবাদী বাংলায় SIR হবে। </p> <p>আর ৮ মাস পর রাজ্যে <a title="বিধানসভা নির্বাচন" href="https://ift.tt/AfEFsdy" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a>। ইস্তেহার বা সংকল্প পত্রে কে কী প্রতিশ্রুতি দেবে তা জানতে হলে এখনও অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। তবে বিজেপির সংকল্প পত্রে কী কী ইস্যু থাকছে, এদিন তারই আভাস দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব যথাসময়ে সংকল্প পত্র প্রকাশ করবেন। তবে সেই সংকল্প পত্রে আলু চাষিদের কথা, মহিলাদের কথা , যুবদের কথা কর্মসংস্থানের কথা, খনিজের কথা থাকবে। </p> <p>এতদিন মোদি গ্যারান্টি শুনে অভ্যস্ত দেশবাসী। আর এবার, <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/dnctKvB" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>ের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে গ্যারান্টি শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। শুভেন্দু আরও বলেন, ৪ রকমের ভোটার, মৃত, অস্তিত্বহীন, বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গা। এই চার জনকে আমরা অ্যালাও করব না। উনি বিএলওদের হুঁশিয়ারি দিচ্ছেন। মমতা আপনি থাকছেন না সামনের বার। আমি গ্যারান্টি দিচ্ছি। এদিন বাঁকুড়া শহরের লালবাজার এলাকা থেকে কন্যা সুরক্ষা যাত্রা শুরু করেন শুভেন্দু অধিকারী। বঙ্গ বিজেপির তরফে মোট ২০ টি কন্যা সুরক্ষা যাত্রা করা হবে। এর মধ্যে ১০ টি কন্যা সুরক্ষা যাত্রাই হবে <a title="শুভেন্দু অধিকারী" href="https://ift.tt/wt9ITOy" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>র নেতৃত্বে।</p>
from india https://ift.tt/bBd9C4n
via IFTTT
0 Comments