<p><strong>কলকাতা:</strong> BLO-দের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এবার পাল্টা বিরোধী দলনেতা। মূলত, অগাস্টেই কি পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হয়ে যাবে? এই নিয়ে রাজনৈতিক বাগযুদ্ধের আবহেই, সম্প্রতি বুথ লেভেল অফিসার বা BLO-দের কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর এবার স্পষ্ট <a title="শুভেন্দু অধিকারী" href="https://ift.tt/wt9ITOy" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>। বললেন, 'আইনত একজনও BLO-কে বদল করতে পারেন না মুখ্যমন্ত্রী।'</p> <p>[yt]https://youtu.be/HYN7_OnSp2A?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="১১,১৬৯ কোটি ব্যয়ে দেশের ৪ রেল প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, তালিকায় বাংলাও" href="https://ift.tt/sxGEuAZ" target="_self">১১,১৬৯ কোটি ব্যয়ে দেশের ৪ রেল প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, তালিকায় বাংলাও</a></p> <p>এদিন শুভেন্দু স্পষ্ট বলেন, 'আইনত একজনও BLO-কে বদল করতে পারেন না মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের কাছে স্পষ্ট বার্তা চলে এসেছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। ভোটের বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না মুখ্যমন্ত্রী। কোনও BLO-কে বদলাতে পারবেন না মুখ্যমন্ত্রী। কমিশন বললেই, কাজ শুরু করে দিন BLO-রা। SIR হলে ভোটার তালিকায় বাংলাদেশি, রোহিঙ্গারা থাকবে না। বাংলাদেশি, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। SIR-এ ভারতীয় নাগরিকদের কোনও চিন্তা নেই। রাজ্য থেকে শিল্প তাড়িয়েছেন <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/vUYdktx" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। এ রাজ্যে অনেক শিক্ষিত মুসলমান ভোট দিতে পারেন না। এ সব করে আর কোনও লাভ নেই।'</p> <p>বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে তোলপাড় চলছে রাজনীতিতে। এই আবহে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে যে বুথ লেভেল অফিসার বা BLO-দের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ, তাদের নিয়ে এরাজ্য়ে শুরু হয়ে গেছে চাপানউতোর। সোমবারের পর মঙ্গলবারও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেছে কার্যত BLO-দের উদ্দেশে হুঁশিয়ারি।</p> <p>BLO-দের কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছিলেন,' মনে রাখবেন নির্বাচন কমিশন তার নোটিফিকেশন যখন হবে, ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে রাজ্য সরকার। আবার নির্বাচনের পরেও রাজ্য সরকার। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না। একটা লোক ৪ দিন গিয়ে এল, তখন হয়তো সে একটা কোথাও ঘুরতে গেছে। তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন। আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। ' </p> <p> এই প্রেক্ষাপটে, সম্প্রতি শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে লিখেছিলেন, মুখ্যমন্ত্রী যদি সরকারি আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করে, স্বশাসিত নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানান, তাহলে নির্বাচন প্রক্রিয়া কী করে স্বচ্ছ হবে? এটা তো গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। আমি নির্বাচন কমিশনারকে চিঠি লিখে জানিয়েছি, তাঁর মন্তব্যে যেভাবে বুথ লেভেল অফিসার (BLO)-দের কাজে হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের কর্তৃত্বকে ক্ষুণ্ণ করা হচ্ছে, তাতে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হোক।'</p> <p> </p>
from india https://ift.tt/UqaAshi
via IFTTT
0 Comments