<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> জীবনবিমা, স্বাস্থ্য়বিমায় কেন GST বসবে, আগেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। সেই নিয়ে কেন্দ্রকে চিঠি দেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অবশেষে সেই নিয়ে প্রস্তাব আনল কেন্দ্র। সাধারণ মানুষের জন্য জীবনবিমা এবং স্বাস্থ্যবিমাকে GST মুক্ত করতে প্রস্তাব জমা দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। (GST Exemption)</span></p> <p><span style="font-weight: 400;">এই খবরে সিলমোহর দিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিমা সংক্রান্ত মন্ত্রিমণ্ডলীর আহ্বায়ক সম্রাট চৌধরি। এ নিয়ে আলোচনা হয়েছে এবং GST পরিষদের অনুমোদন চাওয়া হবে সেই মর্মে। সেই মর্মে রিপোর্ট তৈরি করা হচ্ছে বলে জানালেন তিনি। (GST on Life and Health Insurance)</span></p> <p><span style="font-weight: 400;">সম্রাটের দাবি, অর্থ প্রতিমন্ত্রীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। সেই নিরিখেই জীবন এবং স্বাস্থ্যবিমার উপর থেকে GST তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। সম্রাটের বক্তব্য, “কেন্দ্রের প্রস্তাব একেবারে স্পষ্ট। ব্যক্তি এবং পরিবারগুলিকে বিমার ক্ষেত্রে GST থেকে মুক্তি দিতে হবে। আলোচনা হয়েছে, রিপোর্টও জমা দেওয়া হবে। এতে সকলেরই সায় রয়েছে। নিজেদের মতামত জানিয়েছে কিছু রাজ্যও।” তবে জীবন ও স্বাস্থ্যবিমা থেকে GST পুরোপুরি উঠে যাবে, নাকি হার কমবে, চূড়ান্ত সিদ্ধান্ত GST পরিষদই নেবেন বলে জানিয়েছেন তিনি। এতে সরকারের ৯ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতি হবে বলেও জানান।</span></p> <p><span style="font-weight: 400;">জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর ১৮ শতাংশ GST চাপানো নিয়ে গোড়া থেকেই আপত্তি তুলছিলেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/QgY0qcR" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a> গত বছর অগাস্ট মাসে কেন্দ্রকে চিঠিও পাঠান। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা চিঠিতে মমতার বক্তব্য ছিল, ‘জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর ১৮ শতাংশ GST চাপানোর সিদ্ধান্ত জনবিরোধী। জীবনবিমা এবং স্বাস্থ্য়বিমার উদ্দেশ্যই হল মানুষকে নিরাপত্তা দেওয়া। অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যুর মতো অনাকাঙ্খিত পরিস্থিতিতে এই বিমার গুরুত্ব অসীম। তাই নৈতিক কারণেই এই ধরনের বিমার উপর GST চাপানো উচিত নয়’।</span></p> <p><span style="font-weight: 400;">কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীও জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর GST চাপানোর সমালোচনা করেন। রাহুল লেখেন, ‘স্বাস্থ্যজনিত সঙ্কট নেমে এলে কারও সামনে যাতে মাথানত করতে না হয়, তাই পাই পয়সা জমিয়ে স্বাস্থ্যবিমা করান কোটি কোটি ভারতীয়। কিন্তু GST বাবদ তাঁদের কাছ থেকে ২৪ হাজার কোটি টাকা আদায় করেছে মোদি সরকার। সঙ্কটজনক পরিস্থিতিতে কর আদায়ের সুযোগ খোঁজা বিজেপি সরকারের অসংবেদনশীলতাই প্রকাশ পাচ্ছে এতে’। শুধু মমতা বা রাহুলই নন, কেন্দ্রের মন্ত্রী নিতিন গড়কড়ীও জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর GST চাপানোর বিরোধিতা করেন। এতদিন সেই নিয়ে কোনও পদক্ষেপ না করলেও, বিহার, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে <a title="বিধানসভা নির্বাচন" href="https://ift.tt/sWXk09y" data-type="interlinkingkeywords">বিধানসভা নির্বাচন</a>ের আগে জীবনবিমা ও স্বাস্থ্যবিমা থেকে GST তুলে নেওয়ার পক্ষে প্রস্তাব দিল কেন্দ্র।</span></p>
from india https://ift.tt/0VZaOxj
via IFTTT
0 Comments